৫০০-র বেশী পতন সোনার দামে, তবুও সোনা কেনায় মঙ্গলবার মোটেই মঙ্গলময় হল না মধ্যবিত্তের

১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ফের বেশ খানিকটা সস্তা হল সোনা। ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে ৫০০ টাকার বেশী পতন দেখা গেল। তবে সেই হিসাবে মঙ্গলে মঙ্গলময় হল না সোনালি ধাতুর দামের গ্রাফ। 
 

একটানা দীর্ঘদিন সোনার দামে কোনও বিরাট পতন ঘটেনি সোনার দামে (Gold Price Decrease)। বরং ভ্যালেনটাইন্স ডে-র আগের দিন একলাফে হাজার টাকা দাম বেড়েছিল সোনালি ধাতুর। একদিকে বিয়ের  সিজন তো অন্যদিকে প্রেমদিবস। এই রকম সময় সোনা কেনার একটা চাহিদা  থেকেই যায়। আর এই রকম যদি সোনার দামের (Gold Price Today) পারদ চড়চড়িয়ে বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারমের পকেটে চাপ পড়বে সে কথা মোটেই বলার অপেক্ষা রাখে না। তবে ভ্যালেনটাইন্স ডে-র ঠিক পড়ের দিনই অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার ফের বেশ খানিকটা সস্তা হল সোনা। ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে ৫০০ টাকার বেশী পতন দেখা গেল। তবে সেই হিসাবে মঙ্গলে মঙ্গলময় হল না সোনালি ধাতুর দামের গ্রাফ। কারন, ৫০০ টাকর ওপর দামের পতনের পরও প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও২৪ ক্যারেট সোনার দাম পৌঁছাছে যথাক্রমে ৪৬ হাজার ৩০০ টাকা ও ৫০ হাজার ৫১০ টাকায়। যেখানে গতকাল অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি সপ্তাহের প্রথম দিনে ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনালি ধাতুর দর ছিল ৪৬ হাজার ৮১০ টাকা ও ৫১ হাজার ০৬০ টাকা। 

সোনার দামের পারদ ৫০ হাজারের ঘর থেকে অর্থাৎ হাফ সেঞ্চুরির ঘর থেকে নামলেও মধ্যবিত্তকে পুরোপুরি স্বস্তি দিচ্ছে সে কথা কিন্তু মোটেই বলা যাচ্ছে না। কলকাতাতেও (Gold Price Today In Kolkata) সোনার দামের ওঠা নামা লেগেই রয়েছে। সেখানেও চিত্রটা মোটামুটি একই রকম রয়েছে। কলকাতাতেও গতকালের তুলনায় আজ অর্থাৎ ১৫ ফেব্রুয়ারি সোনার দামের গ্রাফ কিছুটা নিম্নমুখী হল। শহর কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামে পতনের হার যথাক্রমে ৫১০ টাকা ও ৫৫ টাকা। অর্থাৎ মঙ্গলবার (Tuesday)কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর দর গিয়ে ঠেকল ৪৬ হাজার ৩০০ টাকা ও ২৪ ক্যারেট সোনালি ধাতুর দাম পৌঁছাল ৫০ হজার ৫১০ টাকায়। একজন মধ্যবিত্ত কলকাতাবাসী হিসাবে সোনার দামে যে খুব একটা স্বস্তি পাবেন না সেটা নিশ্চই স্পষ্ট। 

Latest Videos

আরও পড়ুন-একলাফে হাজারের বেশী বাড়ল সোনার দাম, ৫০ হাজারের গণ্ডি পাড় কলকাতায়

আরও পড়ুন-শেষ দুদিন কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত, সামান্য বাড়ল ২৪ ক্যারেটের দাম

আরও পড়ুন-সোনা কেনার সুবর্ণ সুযোগ কবে আসবে, প্রহর গুনছে মধ্যবিত্ত

সোনার দামের পারদ কবে নিম্নমুখী হবে সেই আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। একের পর এক বিয়ের মরশুম পাড়। কিন্তু সোনার দামের গতিপ্রকৃতি কোনওভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। গত বছরের মত এই বছরেও সোনার দামের পারদ উর্ধ্বমুখী হয়েই থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন মধ্যবিত্তের মনে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury