লক্ষ্মীবারে সোনার দামে সামান্য পতন, তবুও মধ্যবিত্তের অস্বস্তি অব্যাহত

বৃহস্পতিবার সোনার দামে সামান্য পতন ঘটল। তবে সোনার দামে এই সামান্য পতন কোনওভাবেই স্বস্তি দিচ্ছে না মধ্যবিত্তকে। বিয়ের মরশুমে একটানা দীর্ঘদিন সোনালি ধাতুর দর উর্ধ্বমুখীই রয়েছে। সোনার দাম কবে মধ্যবিত্তকে স্বস্তি দেবে সেই আশাতেই আম ক্রেতারা। 
 

বিগত কয়েকদিন ধরেই সোনার দামের গ্রাম একটু নিম্নমুখী হচ্ছে। যদিও সোনার দামের এই সামান্য পতনে (Gold Price Today Slight Decrease) মধ্যবিত্তের মোটেই কোনও সুরাহা হয় নি। একদিকে ভরপুর বিয়ের মরশুম আর অন্যদিকে চড়া সোনার দাম। বিয়ের রীতি অনুযায়ী সোনার গয়নাতে সাজানো হয় নতুন কনেকে। কিন্তু সোনার দামের গ্রাফ যেভাবে ওঠা-নামা করছে তাতে শুধু সাধারণ ক্রেতা অপেক্ষাই করে চলেছে যে করবে সোনার দামে (Gold Price Today) একটা বিরাট পতন ঘটবে। ৫০ হাজারের ঘরের থেকে নামবে সোনালি ধাতুর দর। ২৪ ক্যারেট সোনার দাম তো হাফ সেঞ্চুরির ঘরের আশেপাশেই ঘোরাফেরা করছে একটানা দীর্ঘদিন। কখনও আবার সেই ৫০ হাজারের গণ্ডি পেড়েয়ে আরও দামী হয়ে যাচ্ছে সোনালি ধাতু (Gold Price)। আসুন দেখে নেওয়া যাক ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভারতে সোনার দরের গতিপ্রকৃতি কেমন রয়েছে। আজ ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে যথাক্রমে ৪৬ হাজার ও ৫০ হাজার ১৮০ টাকা। গতকালের চেয়ে ২২ ক্যারেটে দামের পতন ঘটেছে ২৫০ টাকা আর ২৪ ক্যারেটে ২৮০ টাকা দাম কমেছে। 

বিয়ের মরশুমে সোনা কিনতে হাসফাঁস করছে কলকাতাবাসীও (Gold Price Today In Kolkata)। কলকাতা ও শহরতলীর মানুষরা বিয়ের মরশুমে সোনার দামের উর্ধ্বমুখী দামে একেবারে জেরবার। সোনা কিনতে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে নিয়ম মেনে সোনা কেনা একপ্রকার বাধ্যতামূলকই বলা চলে। সেই জঙ্গে দামের এই হালহকিকত...একটু পিছন ফিরে দেখলেই মনে পড়ে যায় ডিসেম্বর মাস জুড়ে যখন বিয়ের মরশুম ছিল তখনও সোনা কিনতে ঠিক এইভাবেই চাপ পড়েছিল মধ্যবিত্তের পকেটে। ফেব্রুয়ারি মাসও প্রায় শেষ হতে চলল। সেই সঙ্গে শেষ হবে আরও একটা বিয়ের মরশুম। কিন্তু সোনার দামের চিত্রটা কিন্তু বদলালো না। আজ ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, কলকাতাবাসী সোনা কিনতে ঠিক কতটা অস্বস্তিতে পড়বেন একবার দেখে নেওয়া যাক। মঙ্গলবার যে সোনা কেনা কোনওভাবেই আম ক্রেতার জন্য মঙ্গলময় নয়, সেটা বলাই বাহুল্য। কারন কলকাতায় প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দামের পারদ পাড় করেছে ৫০ হাজারের গণ্ডি। আজ প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম রয়েছে ৫০ হাজার ১৮০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনালি ধাতুর দর হয়েছ ৪৬ হাজার। এক্ষেত্রেও ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামেও যথাক্রমে ২৫০ টাকা ও ২৮০ টাকার পতন ঘটেছে। 

Latest Videos

সোনার দামের পারদ কবে নিম্নমুখী হবে সেই আশাতেই দিন গুনছে সাধারণ মানুষ। একের পর এক বিয়ের মরশুম পাড়। কিন্তু সোনার দামের গতিপ্রকৃতি কোনওভাবেই সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে না। গত বছরের মত এই বছরেও সোনার দামের পারদ উর্ধ্বমুখী হয়েই থাকবে কিনা সেটাই এখন প্রশ্ন মধ্যবিত্তের মনে। সোনার কেনার সময় সোনার বিশুদ্ধতা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে ক্রেতার মনে। সেই সংশয় দূর করতে রয়েছে BIS Care app ।  সরকার অনুমোদিত এই অ্যাপের দ্বারা আপনি সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে যদি কোনও অভিযোগ জানানোর কোনও বিষয় থাকে সেগুলোও জানাতে পারবেন। যদি হলমার্ক সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। 

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি