জানুয়ারির শেষ দিনেও স্বস্তি নেই সোনার দামে, কলকাতায় ৫০ হাজারের কাছাকাছি প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনা

শেষ দুদিনে কলকাতা ও ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। কিন্তু প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কলকাতা ও ভারতে বেশ খানিকটা বাড়ল। প্রায় ১০ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে সোনালি ধাতুর দর। 


দেখতে দেখতে জানুয়ারি মাসের শেষ দিন চলে এল অর্থাৎ আজ ৩১ জানুয়ারি, সোমবার। তবুও সোনার দামের গ্রাফ( Gold Price Today) কিন্তু মোটেই নিম্নমুখী হল না। এদিকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে যে বিয়ের মরশুম শুরু হয়েছে, চলবে গোটা বছর জুড়ে। আর বিয়ের মরশুমে প্রায় সকলেরই সোনা কেনার প্রতি একটা ঝোঁক থাকে। বলা ভাল, বিবাহ অনুষ্ঠানে সোনার গয়নায় নতুন বরে-কনেকে সাজানোটা একটা রেওয়াজ, যেটা আদ্যিকাল থেকে চলে আসছে। কিন্তু সোনার দাম যেভাবে চড়চড়িয়ে বাড়ছে তাতে নিয়ম রক্ষা করতে গিয়ে রীতিমতো হাত পুড়ছে মধ্যবিত্তের। ৩১ জানুয়রি সপ্তাহের শুরুতে ভারতে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম আর গতকালের সোনার দামের মধ্যে কোনও পরিবর্তন ঘটেনি। শেষ দুদিনই অপরিবর্তিত রয়েছে সোনালি ধাতুর দর (Gold Price)। ৩০ ও ৩১ জানুয়ারি ভারতে সোনার দর রয়েছে ৪৫ হাজার। অন্যদিকে সোমবার প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম বেড়েছে ৯০ টাকা। রবিবার যেখানে সোনার দর ছিল ৪৯ হাজার টাকা সখানে সোমবার সোনার দাম পৌঁছেছে ৪৯ হাজার ৯০ টাকা। তবে  সোনার দাম প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটা কথা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে, শুক্রবার বিশ্ব স্বর্ণ পরিষদের তরফে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। আর সেই রিপোর্ট অনুযায়ী, ২০২১-এর ডিসেম্বর ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল সবচেয়ে বেশী। সোনার দামের পারদ যতই চড়ুক না কেন, সোনার চাহিদা যে মোটেই কমার নয় সেটা কিন্তু  বিশ্ব স্বর্ণ পরিষদের রিপোর্ট থেকে একেবারে স্পষ্ট। 

অন্যদিকে কলকাতাতেও (Gold Price In Kolkata) ২২ ক্যারেট ও ২৪ ক্যারেট সোনার দামের ক্ষেত্রে চিত্রটা কেমন রয়েছে এবার সেটা দেখে নেওয়া যাক। কলকাতাতেও শেষ দুদিনে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দামে কোনও পরিবর্তন ঘটেনি। রবিবার ও সোমবার প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৫ হাজার টাকা। আর প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ কলকাতায় রয়েছে ৪৯ হাজার ১৪০ টাকা যেখানে রবিবার এই ২৪ ক্যারেট সোনা বিকিয়েছে ৪৯ হাজার ১০০ টাকায়। অর্থাৎ সপ্তাহের শুরু ৪০ টাকা দাম বাড়ল প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার। সোনা কেনার চাহিদা হয়তো কমবে না, রীতি মেনে বিয়ের অনুষ্ঠানের জন্য সোনা কেনা জারি থাকবে, তবে সাধারণের পকেটে যে চাপ পড়বে সে কথা বলাই বাহুল্য। 

Latest Videos

আরও পড়ুন-Gold Price Today-জানুয়ারির শেষ রবিবারে সোনার দামে সামান্য পতন, চাপ অব্যাহত মধ্যবিত্তের

আরও পড়ুন-অতিমারি পরিস্থিতিতে বিয়ের মরশুম অব্যাহত, ২০২১-র ডিসেম্বর ত্রৈমাসিকে রেকর্ড চাহিদা সোনার, জারি থাকবে চলতি বছরেও

আরও পড়ুন-বিয়ের মরশুমে ফের দাম বাড়ল সোনালি ধাতুর, কলকাতায় এক লাফে হাজারের ওপর দাম বাড়ল প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার

সোনার দামে যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই একটু শান্তি পায় সেই জন্য ইতিমধ্যেই প্রাক বাজেটে অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের তরফে সোনার জিনিসে আমদানি শুল্ক(Import Duty) কমানোর দাবি জানান হয়েছে। সেই সঙ্গে সোনার দামে নির্দিষ্ট জিএসটি নির্ধারিত করার আবেদনও জানিয়েছে। আগামী ১ ফেব্রুয়ারি সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রের ইউনিয়ন বাজেট (Union Budget)। তার আগেই অর্থমন্ত্রকের কাছে সোনার দাম (Gold Price Today) সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে আর্জি জানান হয়েছে যাতে সোনা কিনতে পকেটে মধ্যবিত্তের চাপ না পড়ে। 

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
‘অভয়ার জন্য আন্দোলনের প্রতিশোধ নিচ্ছেন Mamata Banerjee’ মমতাকে দুষলেন BJP নেত্রী Agnimitra Paul
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
তাপস রায়ের বিস্ফোরক প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা | Tapas Roy | Mamata Banerjee
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News