Tomato Hits Century-অগ্নিমূল্য সবজি বাজার, সেঞ্চুরি করল টমেটো, কিছুটা স্বস্তি মাছ বাজারে

আপাতত সবজি বাজারের দাম কমার সেরকম কোনও আশা নেই। মোটামুটি আগুন দরেই বাজার করতে হবে।টমেটো সেঞ্চুরি করলেও আশার আলো রয়েছে মাছ বাজারে

একদিকে যখন চড়া হচ্ছে টমেটোর দাম(Tomato Price) তখন মোটামোটি আশার আলো দেখাচ্ছে মাছ বাজার(Fish Market)। একলাফে সেঞ্চুরি করে ফেলল টমেটো(Tomato Hits Century)। প্রধান সবজির তালিকায় টমেটো না পরলেও, সবজির স্বাদ বাড়াতে কিন্তু টমেটোর জুড়ি মেলা ভার। কিন্তু, সাধারণ মানুষের পক্ষে এই মুহুর্তে টমেটোর দাম ১০০ টাকা হওয়ায় যথেষ্ট ভাবাচ্ছে মানুষকে। আপাতত সবজি বাজারের দাম কমার সেরকম কোনও আশা নেই। মোটামুটি আগুন দরেই বাজার করতে হবে। বাজার সস্তা হওয়ার লক্ষণ নেই ঠিকই তবে মাছ বাজারে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে মানুষ। হালকা শীতের মরশুমে ফুলকপির জন্যও বেশ আগুন দরই হাকাচ্ছে সবজি বিক্রেতারা, আর নাভিশ্বাস উঠছে আমক্রেতাদের।  

OLA Grocery Service-১৫ মিনিটের অপেক্ষা,পেয়ে যাবেন গ্রসারি আইটেম,শুরু হচ্ছে ওলা স্টোর সার্ভিস

Latest Videos

বাজার যাওয়ার আগে বাজার দর দেখে যাওয়াটা অনেকেরই অভ্যেস। বৃহস্পতিবার বাজারের দরের ওপরই নির্ভর করে শুক্রবার বাজার দর কেমন থাকবে। তাই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক, বৃহস্পতিবারের পাইকারি বাজার দর কেমন, তারপর খুচরো বাজার দর দেখার পালা। দেখুন পাইকারি বাজারে বৃহস্পতিবারের রেট

পটল - ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি
ভেন্ডি - ৩৮ থেকে ৪০ টাকা প্রতি কেজি
পেঁপে - ১৮ থেকে ২০টাকা প্রতি কেজি
টমেটো - ৬০ থেকে ৬৫ টাকা প্রতি কেজি
ফুলকপি - ২০ থেকে ২৫টাকা প্রতি পিস
বাঁধাকপি - ২৮ থেকে ৩০ টাকা প্রতি পিস
আলু - ১৪থেকে ১৫ টাকা প্রতি কেজি
পেঁয়াজ - ৩০ থেকে ৩৩ টাকা প্রতি কেজি
পালং - ৩০ টাকা
বৃহস্পতিবার পাইকারি বাজার দর দেখে স্পষ্ট শুক্রবারে বাজার করতে গিয়ে রীতিমতো আগুন দামের সামনে পড়তে হচ্ছে সাধারণ ক্রেতাকে। দেখে নেওয়া যাক, কেমন রয়েছে শুক্রবারের বাজার দর। প্রথমেই দেখা যাক, টমেটোর দাম কত হয়েছে।

টমেটো -৮০ টাকা থেকে ১০০টাকা প্রতি কেজি
আলু- ১৬ টাকা থেকে ২২ টাকা প্রতি কেজি
পটল - ৭০ টাকা থেকে ৮০ টাকা প্রতি কেজি
ফুলকপি – ৩৫টাকা থেকে- ৪০ টাকা প্রতি কেজি
লেবু- জোড়া টাকা থেকে দাম শুরু
পালং - ৫০ থেকে ৬৫ টাকা

সবজি বাজারের তুলনায় মাছ বাজার বেশ কিছুটা হলেও সস্তা। বাজারে রুই-কাতলা একটু সস্তা হলেও জিওল মাছের দাম স্বাভাবিকভাবেই একটু বেশি। সাধ্যের মধ্যে রয়েছে ছোট ইলিশ। মোটামুটি ৫০০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এই মাছ। আবার বড় ইলিশের দাম রয়েছে ১৪০০ টাকা। অন্যদিকে মোটামুটি সাধ্যের মধ্যেই মিলছে পাবদা, ছোট ট্যাংরা। পমফ্রেট বিকোচ্ছে প্রতি কেজি ৬০০ টাকা দরে

 

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের