GST: রাজ্যগুলিতে স্বস্তি দিয়ে পাশে দাঁড়াল কেন্দ্রীয় সরকার, জেনে নিন পশ্চিমবঙ্গ কত টাকা পেয়েছে

৪৩ তম জিএসটি কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ২৮ মে এই কাউন্সিলের অধিবেশন বসেছিল। 

কেন্দ্রীয় সরকার (Central Govt) রাজ্য সরকারগুলিকে (State Govt) ৪০ হাজার কোটি টাকার আর্থিক সুবিধে দিচ্ছে। অর্থ মন্ত্রক ( Union Finance Ministry) জানিয়েছে জিএসটি ঘাটতি মেটানোর পাশাপাশি ঋণেক সুবিধের অধীনে এই অর্থ প্রদান করা হয়েছে। যা, রাজ্য  ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে স্বস্তি দেবে। চলতি বছর জিএসটি (GST) ত্রাণের পাশাপাশি ঋণের মোট লক্ষ্য জারি করা হয়েছে ১,১৫,০০০ কোটি টাকা। এই রিলিজটি প্রতি ২ মাসে প্রকৃত সেস রিপোজিটরি থেকে সাধারণ জিএসটি সমাধানসহ মুক্তি পাবে। পশ্চিমবঙ্গের জন্য ধার্য করা হয়েছে, ১৬১৬.৩৯  কোটি টাকা। পাঁচ বছরের জন্য দেওয়া হয়েছে ৯৪৯.৬৩ কোটি টাকা। আর ২ বছরের জন্য দেওয়া হবে ৬৬৬.৭৬ কোটি টাকা। 

Latest Videos

BJP: লাখিমপুর খেরিকাণ্ডে পরপর টুইট বরুণের , ছেলের সঙ্গে মা মানেকাকেও 'সাজা' দিল বিজেপি

Supreme Court: শুক্রবারই লাখিমপুর খেরির হিংসার রিপোর্ট তলব, তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের

Farmer: কৃষকদের স্বার্থে বড় পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের, মধ্যস্বত্ত্বভোগীদের দূরে রাখতে নতুন উদ্যোগ
৪৩ তম জিএসটি কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত ২৮ মে এই কাউন্সিলের অধিবেশন বসেছিল। কেন্দ্রীয় সরকার ২০২১-২২ অর্থবর্ষে ১ কোটি ৫৯ লক্ষ কোটি টাকা ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একে একে একে রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির মধ্যে বিতরণ করা হবে। এই ব্যবস্থার সঙ্গেই সামঞ্জস্য রেথে রাজ্যগুলিকে ১.০১ লক্ষ কোটি টাকা কর ছাড়ের সুবিধে দেওয়া হয়েছে। 


এবার এক নজরে দেখে নিন কোন রাজ্য কত টাকা পাচ্ছা (হিসেব কোটিতে)

অন্ধ্রপ্রদেশঃ ৮২৩.১৭
অসমঃ ৪৪৬.৩০
বিহারঃ ১৭১৪.৭৬
গোয়াঃ ২১৩.০৯
গুজরাটঃ ৩২৮. ৫৮
হরিয়ানাঃ ১৮৬. ১৭
হিমাচলঃ ৬৭৮. ০১
ঝাড়খণ্ডঃ ৬২৪.৯২
কর্নাটকঃ ৪৫৫৫.৮৪
কেরলঃ ২১৯৮.৫৫
মধ্যপ্রদেশঃ ১৭৬৩.৮১
মহারাষ্ট্রঃ ৩৪৬৭.২৫
মেঘালয়াঃ ৩৫.৪৭
ওড়িশাঃ ১৬১৭.৬৫
পঞ্জাবঃ ৩০৫২.১৫
রাজস্থানঃ ১৮২৮.৪৮
তামিলনাড়ুঃ ২০৩৬.৫৩
তেলাঙ্গনাঃ ১১৪৯.৪৬
ত্রিপুরাঃ ১০০.৮৮
উত্তর প্রদেশেরঃ ২০৪৭.৮৫
উত্তরাখণ্ডঃ ৮৩৮.৫২
পশ্চিমবঙ্গঃ ১৬১৬.৩৯
দিল্লিছ ১৫৫৮.০৩
পদুচেরিঃ ২৭৫.৭৩

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
সংসদে শীতকালীন অধিবেশন শুরু! তার আগেই বিরোধীদের কড়া বার্তা PM Modi | Parliament Winter Session 2024
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |