এবার ঘরে বসেই পেয়ে যাবেন 'SBI'-এর ব্যাঙ্কিং পরিষেবা, কীভাবে আবেদন করবেন জেনে নিন

Published : Aug 17, 2022, 11:01 AM IST
এবার ঘরে বসেই পেয়ে যাবেন 'SBI'-এর ব্যাঙ্কিং পরিষেবা, কীভাবে আবেদন করবেন জেনে নিন

সংক্ষিপ্ত

দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এবার দারুণ সুবিধা নিয়ে এসেছে এসবিআই।  আপনার কি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নতুন এক বিশেষ পরিষেবা চালু করেছে। যার ফলে উপকৃত হবেন হাজারো মানুষ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, এবার গ্রাহকদের জন্য বড় খবর দিল এসবিআই। গ্রাহকদের ভাল পরিষেবা দেওয়ার জন্য সবসময়েই নানা প্রচেষ্টা করে থাকে এসবিআই। 

দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কের গ্রাহকদের জন্য এবার দারুণ সুবিধা নিয়ে এসেছে এসবিআই।  আপনার কি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া নতুন এক বিশেষ পরিষেবা চালু করেছে। যার ফলে উপকৃত হবেন হাজারো মানুষ। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্ট রয়েছে, এবার গ্রাহকদের জন্য বড় খবর দিল এসবিআই। গ্রাহকদের ভাল পরিষেবা দেওয়ার জন্য সবসময়েই নানা প্রচেষ্টা করে থাকে এসবিআই। 

কোভিড মহামারির সময় থেকেই স্টেট ব্যাঙ্কের পক্ষ থেকে ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাঙ্ক।  বিশেষ ভাবে সক্ষম, প্রবীণ নাগরিক,  সার্টিফায়েড ক্রনিক রোগে আক্রান্ত এবং দৃষ্টিহীনদের জন্য এই বিশেষ পরিষেবা চালু করেছিল এসবিআই। এবার বাড়িতে বসেই এসবিআই-এর এই পরিষেবা নিতে পারবেন। কিন্তু কীভাবে পাবেন এই আকর্ষণীয় পরিষেবা, জেনে নিন বিশদে।তবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই বিশেষ সুবিধা নিতে গেল সবার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি রেজিস্ট্রেশন থাকতে হবে। এবং হোম ব্রাঞ্চের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যদি গ্রাহক থাকেন তাহলেই এই পরিষেবার জন্য আবেদন করতে পারেন। ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবার যোগ্য গ্রাহকরা মাসে তিনবার বিনামূল্যে এই পরিষেবার সুবিধা নিতে পারবেন বলে জানিয়েছে ব্যাঙ্ক।

 

 

এসবিআই-এর টুইটারে একটি অ্যানিমেটেড ভিডিও পোস্ট করা হয়েছে যাতে এর প্রক্রিয়া ও সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। ব্যাঙ্কের টোল ফ্রি নম্বরগুলিতে কল করে এই পরিষেবার জন্য রেজিস্ট্রার করতে পারেন। ১৮০০১০৩৭১৮৮ বা ১৮০০১২১৩৭২১ টোল ফ্রি নম্বরে ফোন করে এই রোজস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে পারেন। ব্যাঙ্কের এই দুয়ারে পরিষেবার ফলে ক্যাশ পিক আপ, ক্যাশ ডেলিভারি, চেক পিকআপ, চেক স্লিপ পিকআপ, ফর্ম পিকআপ, ড্রাফট ডেলিভারি, টার্ম ডিপোজিট অ্যাডভাইস ডেলিভারি, লাইফ সার্টিফিকেট পিকআপের মতো  একাধিক পরিষেবা মিলবে ডোরস্টেপ ব্যাঙ্কিংয়ে। এসবিআই-এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্যান-আধার লিঙ্ক সময়মতো না হলে বাতিল হয়ে যাবে আপনার মূল্যবান প্যান কার্ড ৷  এসবিআই-এর নোটিসে বলা হয়েছে, প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক৷ আপনার অ্যাকাউন্টে থাকা টাকা আপনি প্রয়োজন যেমন তুলতে পারবেন না ৷ তেমনই আবার কোনও সরকারি যোজনার সুবিধা পাবেন না। পাশাপাশি মিলবে না সাবসিডিও ৷ ২০১৭ সালে  প্রথমবার সরকারের পক্ষ থেকে আধার ও প্যান লিঙ্ক করার ডেডলাইন ঠিক করা হয়েছিল তারপর থেকে একাধিক বার আধার প্যান লিঙ্ক করার ডেডলাইন বাড়ানো হয়েছে ৷ যে কোনও ধরনের আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড বাধ্যতামূলক ৷

PREV
click me!

Recommended Stories

Stock Market Update: কোন কোন স্টকে নজর থাকবে শুক্রবার? রেপো রেট নিয়ে বড় ঘোষণার পর, দালাল স্ট্রিটের আপডেট
RBI MPC: জরুরি সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের! রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমে ৫.২৫%? বিরাট আপডেট