কাশ্মীর নিয়ে পাকিস্তানের পোস্টের জন্য ক্ষমাপ্রার্থী হুন্ডাই ইন্ডিয়া, নতুন করে বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ

নতুন বিবৃতিতে বলা হয়েছে, হুন্ডাই মোটর কোম্পানি একটি ব্যবসায়িক নীতি হিসেবে  কোনও নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে মন্তব্য করতে পারে না। সেইকারণেই পাকিস্তানে স্বাধীনভাবে মালিকানাধীন ডিস্টিবিউটার অ্যাকাউন্ট থেকে কাশ্মীর সম্পর্কিত পোস্ট সেই নীতির লঙ্ঘন করেছে। 

কাশ্মীর (Kashmir) নিয়ে পাকিস্তানের (Pakistan) প্রচারকে সমর্থন করে- এমন একটি পোস্ট ঘিরে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়েছে গাড়ি নির্মাতা সংস্থা হুন্ডাই মোটরস ইন্ডিয়াকে (Hyundai Motors India)। পরিস্থিতি নিয়ে ক্রমাগত তৈরি হয়েছে জটিলতা। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন একটি বিবৃতি (New Statement) জারি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। মঙ্গলবার সকালে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ভারতীয় গ্রহকদের (Indian Consumer) কাছে তাদের যে কোনও রকম ভুলের জন্য তারা ক্ষমা প্রার্থী। একই সঙ্গে দুঃখ প্রকাশও করেছে গাড়ি নির্মাতা সংস্থাটি। 

নতুন বিবৃতিতে বলা হয়েছে, হুন্ডাই মোটর কোম্পানি একটি ব্যবসায়িক নীতি হিসেবে  কোনও নির্দিষ্ট অঞ্চলে রাজনৈতিক বা ধর্মীয় বিষয়ে মন্তব্য করতে পারে না। সেইকারণেই পাকিস্তানে স্বাধীনভাবে মালিকানাধীন ডিস্টিবিউটার অ্যাকাউন্ট থেকে কাশ্মীর সম্পর্কিত পোস্ট সেই নীতির লঙ্ঘন করেছে। 

Latest Videos

পাকিস্তানের ডিস্ট্রিবিউটারদের অননুমোদিত ও অব্যবসায়িক সম্পর্কিত সামাজিক মিডিয়া কার্যকলাপকে সংস্থাটি দৃঢ়়ভাবে প্রত্যাখান করছে। হুন্ডাইয়ের পক্ষ থেকে বলা হয়েছে সংশ্লিষ্ট ডিসট্রিবিউটারদের ভুলগুলি দেখিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক ও এই বিষয়ে সচেতন করা  হয়েছে। 

সংস্থার পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে- ভবিষ্যতে যাতে আর এই ধরনের কথাবার্তা  বলা না হয় বা সোশ্যাল মিডিয়ায় এজাতীয় পোস্ট না করা হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আপত্তিকর পোস্টটি সরিয়ে নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়েছে বলেও সংস্থার পক্ষ থেকে জানান  হয়েছে। হুন্ডাই মোটরস বলেছে, তারা বহু বছর ধরে ভারতে বিনিয়োগ করেছে। ভারতের গ্রাহকদের প্রতিও তারা প্রতিশ্রুতিবদ্ধ। তাই ভারতীয় গ্রাহকদের মনে যাতে কোনও আঘাত না লাগে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। 

হুন্ডাই মোটরসের যে বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটিতে দেখানো হয়েছে- কাশ্মীর সংহতি দিবস নামে পাকিস্তান ভারত বিরোধী প্রচারকে সমর্থন জানিয়েছে। এরপরই নেটব্যবহারকারীরা অন্য দেশের হুন্ডাই বয়টক করার আবেদন জানিয়েছে। এমনকি রাজনৈতিক নেতারাও সোস্যাল মিডিয়া পোস্টের তীব্র সমালোচনা করেছে। দেশজুড়ে শুরু হয়েছে হুন্ডাই বয়কট করার ডাক। তারপরই নড়েচড়ে বসে গাড়ি তৈরির এই সংস্থা। কারণ পাকিস্তানের ভারত বিরোধী পোস্টের কারণে কিছুটা হলেও ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছিল হুন্ডাই ইন্ডিয়া। তারপরই ক্ষত মেরামরিতে উঠেপড়ে লেগেছে সংস্থাটি। 

'জেড ক্যাটাগরির নিরাপত্তা নিন', লোকসভায় দাঁড়িয়ে ওয়াইসির কাছে আর্জি অমিত শাহর

প্রশান্ত কিশোর-তৃণমূল সম্পর্কে আঁচ ফেলছে প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি, জল্পনা ওড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়

প্রবল চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, পরিস্থিতি সামাল দিতে শুরু ঘর গোছান

Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari