Life Certificate Submission-হাতে রয়েছে মাত্র ৬ দিন, এই গুরুত্বপূর্ণ কাজটি না করলে আটকে যাবে পেনশন

লাইফ সার্টিফিকেট নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে যায় পেনশন ৷ তাই দেরি না করে জমা দিয়ে দিন লাইফ সার্টিফিকেট। কারন আপনার হাতে রয়েছে আর মাত্র ৬ দিন

আপনার বাড়িতে যদি কেউ পেনশনভোগী থাকেন তাহলে আজই জানিয়ে দিন তাঁদের হাতে কিন্তু বাকি রয়েছে মাত্র ৬ দিন। আর এই ৬ দিনের মধ্যে সেরে ফেলতে হবে সেই বিশেষ কাজটি। না হলে কিন্তু আটকে যেতে পারে আপনার পেনশন। আপনি যদি একজন পেনশনভোগী হয়ে থাকেন তাহলে নিশ্চই কিছুটা আঁচ করতে পারছেন কিসের কথা বলা হচ্ছে, কারন পেনশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যতম জিনিসটি হল জীবন প্রমানপত্র বা লাইফ সার্টিফিকেট(life certificate)। একদিকে বছর শেষ হতে বাকি ৬ দিন, অন্যদিকে পেনশনভোগীদের(pension holder) হাতেও রয়েছে আর মাত্র ১৬ দিন(6  days to Go)। যদি এখনও লাইফ সার্টিফিকেট জমা না দিয়ে থাকেন তাহলে সমস্যা এড়াতে শীঘ্রই কাজটা সেরে ফেলুন। নিয়মানুযায়ী  প্রত্যেক বছর পেনশন ভোগীদের লাইফ সার্টিফিকেট (Jeevan Pramaan Patra or life certificate)জমা দিতে হয় ৷ লাইফ সার্টিফিকেটের মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে পেনশনভোগী ব্যক্তি জীবিত রয়েছেন ৷ লাইফ সার্টিফিকেট(life certificate) নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিলে আটকে দেওয়া হয় পেনশন ৷ তাই সরকারের তরফে এবং ব্যাঙ্কের তরফে প্রতি বছর পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট(life certificate) নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে ৷ লাইফ সার্টিফিকেট(life certificate) জমা দেওয়ার জন্য পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেতে হত পেনশনভোগীদের ৷ তবে এখন বাড়িতে বসেই সহজে এই কাজটি করার সুবিধা রয়েছে ৷

লাইফ সার্টিফিকেটের জন্য আপনার কাছে আধার কার্ড, বর্তমান মোবাইল নম্বর, পেনশন টাইপ, পিপিও নম্বর, পেনশন অ্যাকাউন্ট নম্বর অবশ্যই হাতের কাছে রাখবেন, যাতে এজেন্ট বা পোস্টম্যান আসতেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জেনারেট করতে পারবন ৷ এর জন্য আধার নম্বরটি নির্দিষ্ট ব্যাঙ্ক বা পোস্ট অফিসে রেজিস্টার থাকতে হবে  অর্থাৎ যেখান থেকে পেনশন পেয়ে থাকেন সেখানে আধার নম্বর রেজিস্ট্রেশন মাস্ট।  পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের ডোরস্টেপ ব্যাঙ্কিং পরিষেবা, ডাক বিভাগের ডোরস্টেপ পরিষেবা ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা যেতে পারে ৷ উল্লেখ্য, প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। এবছরে করোনা পরিস্থিতির জেরে সময়সীমা বেশ খানিকটা বাড়ানো হয়েছে। 

Latest Videos

আরও পড়ুন-Kisan Vikas Patra-জিরো রিক্স পোস্ট অফিস স্কিম,১০ বছরে দ্বিগুণ হবে টাকা,বিনিয়োগ করুন কিষাণ বিকাশ পত্রে

আরও পড়ুন-Dreams Interpretation: স্বপ্নে দেখছেন আপনি কুয়োয় পড়ে যাচ্ছেন, জেনে নিন কেন এমন ভয়ঙ্কর স্বপ্ন আসে

স্টেট ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক ইত্যাদি ডোরস্টেপ পরিষেবা দিয়ে থাকে ৷ এর মধ্যে সামিল রয়েছে ওভারসিজ ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক ৷ এছাড়াও ওয়েবসাইট, doorstepbanks.com বা www.dsb.imfast.co.in/doorstep/login, মোবাইল অ্যাপ্লিকেশন বা 18001213721,  18001037188-এই টোলফ্রি নম্বরে কল করে ডোরস্টেপ পরিষেবার জন্য বুকিং করতে পারেন।

Share this article
click me!

Latest Videos

আচমকাই মাথায় ভেঙে পড়লো আইসিডিএস সেন্টারের চাল! চাঞ্চল্য Canning-এর Basanti-তে | South 24 Parganas
নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'আজ অনুপ্রেরণার ছবি হাওয়া, নেতাজিময় চারিদিক' জোর দিলেন শুভেন্দু | Suvendu Adhikari on Netaji
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
‘Mamata Banerjee আর Modi দুজনেই ‘বিভাজনের রাজনীতি করছেন’ বিস্ফোরক মন্তব্য Adhir Ranjan Chowdhury