যদি কোনও ব্যক্তি এখনও আয়কর জমা না দিয়ে থাকেন তাহলে অবিলম্বে জমা দিন। না হলে বড় সমস্যার মুখোমুখি হতে হবে তাঁদের। অহেতুক হয়রানি ও ভোগান্তির শিকার হবেন তাঁরা। ইনকাম ট্যাক্স জমা না দিলে কী হতে পারে দেখে নিন...
করোনা পরিস্থিতির জন্য ইনকাম ট্যাক্স রিটার্নের শেষ তারিখের ক্ষেত্রে একাধিক বদল এসেছে। প্রথমে ট্যাক্স রিটার্নের শেষ তারিখ ছিল গত বছর ৩১ জুলাই। তারপর তা বাড়িয়ে করা হয় ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর সেই তারিখেও বদল আসে। জানানো হয় ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। এরপর আবারও বাড়ানো হয় তারিখ। বলা হয় ১৫ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে। পরে সেই তারিখও বাড়িয়ে দিয়ে করা হয় ৩১ মার্চ পর্যন্ত। অর্থাৎ রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ হল আজই।
যদি কোনও ব্যক্তি এখনও আয়কর জমা না দিয়ে থাকেন তাহলে অবিলম্বে জমা দিন। না হলে বড় সমস্যার মুখোমুখি হতে হবে তাঁদের। অহেতুক হয়রানি ও ভোগান্তির শিকার হবেন তাঁরা। ইনকাম ট্যাক্স জমা না দিলে কী হতে পারে দেখে নিন...
জরিমানা
যদি কোনও ব্যক্তি নিজের বা কোম্পানির রিটার্ন ফাইল নির্দিষ্ট দিনের মধ্যে না করেন সেক্ষেত্রে আয়কর বিভাগের তরফে তাঁকে নোটিস পাঠানো হতে পারে। সেই নোটিসে প্রশ্ন করা হতে পারে, কেন তিনি আয়কর জমা দেননি। যদি করদাতার উত্তরে আয়কর বিভাগ সন্তুষ্ট না হয়, তখন ওই ব্যক্তির উপর জরিমানা চাপানো হতে পারে। আয়কর আইনের সেকশন 234F-এর আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হতে পারে। তবে যদি কোনও ব্যক্তির আয় ৫ লক্ষ টাকার কম হয়, সেক্ষেত্রে তাঁর জরিমানা হবে ১ হাজার টাকা।
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর, ৩ শতাংশ বাড়ান হয় মহার্ঘভাতা
হতে পারে জেল
অনেক ক্ষেত্রে নোটিসের পরও আয়কর জমা দেন না অনেকেই। সেক্ষেত্রে আরও বেশি কড়া হতে পারে আয়কর বিভাগ। তখন ৫০ শতাংশ জরিমানাও দেওয়ার নির্দেশ দিতে পারে। এমনকী, চরম ক্ষেত্রে একজনের তিন বছরের জেল পর্যন্তও হতে পারে। আবার কখনও জরিমানার সঙ্গে সঙ্গে দিতে হতে পারে সুদও। তাই এই ঝামেলায় না গিয়ে পরিষ্কার সঠিক সময় আয়কর জমা দেওয়াই ভালো।
টিডিএস থেকে অর্থ পাওয়ার সুযোগ হারাবেন
আপনি যদি নির্ধারিত সময়ে আপনার রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন তবে আপনি টিডিএস সংগ্রহ থেকে বকেয়া কোনও অর্থ পাওয়ার সুযোগ হারাবেন। আয়কর বিভাগ গত সপ্তাহে টুইট করে বলেছে যে পয়লা এপ্রিল, ২০২১ থেকে ২০শে মার্চ ২০২২ পর্যন্ত ২.২৬ কোটি করদাতাদের রিফান্ড হিসাবে ১,৯২,৭২০ টাকা রয়েছে।
আরও পড়ুন- মাসের শেষে লক্ষ্মীবারে সোনার দামে বড় পতন, পাল্লা দিয়ে কমল রূপো, জানুন কলকাতার দর
কীভাবে আয়কর রিটার্ন জমা দেবেন ?