আকাশছোঁয়া সোনার দাম হু হু করে কমছে, অনেকটাই সস্তা রূপোর দর, স্বস্তিতে সাধারণ মানুষ

বুধবার ভারতীয় বাজারে দাম কমল সোনার। এমসিএক্স সূচকে সোনার দাম অনেকটাই কমেছে। এমনকী সোনার পাশাপাশি রূপোর দামেও বড়সড় পতন হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে স্বস্তি দিয় অনেকটাই দাম কমেছে সোনার। চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার বাজারে  বড় চমক ।  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

বুধবার ভারতীয় বাজারে দাম কমল সোনার। এমসিএক্স সূচকে সোনার দাম অনেকটাই কমেছে। এমনকী সোনার পাশাপাশি রূপোর দামেও বড়সড় পতন হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে স্বস্তি দিয় অনেকটাই দাম কমেছে সোনার। ভারতীয় বাজারে  ৫১ হাজার টাকার উর্ধ্বেই রয়েছে ১০ গ্রাম পাকা সোনার দাম। গত সপ্তাহেও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫১ হাজারেরও বেশি। তবে চলতি সপ্তাহে  অনেকটাই দাম কমেছে। আগের তুলনায় কলকাতাতে ২২ ক্যারেট সোনার দাম বেশ অনেকটাই সস্তা হয়েছে।  তবে সোনার দাম যেহারে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। আপাতত ২২ গ্রাম সোনার দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে।  


সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে।আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের ।  সামনেই বৈশাখ মাস।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম  কমল সোনার । যার ফলে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে (Russia- Ukraine War) আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম।  বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে সোনা।  ভারতীয় বাজারে ফের সোনার দাম কমায় ভিড় বাড়ছে দোকানে। চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার বাজারে  বড় চমক ।  ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

Latest Videos

 

 

করোনা সংক্রমণ আগের তুলনায় কিছুটাও হলেও নিচের দিকে। যার ফলে গয়না থেকে বিয়ের কেনাকাটা সেরে ফেলতে চাইছেন অনেকে। এবং করোনাকালে  যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তার তুলনায়  কিছুটা ছন্দে ফিরতেই স্বস্তিতে রয়েছেন ব্যবসায়ীরা। তবে  বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। তবে এই সামরিক অভিযান চলতে থাকলে সোনার দামও সর্বকালীন রেকড মুহূর্তে ভেঙে দিতে পারে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৭৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫২,১০০ টাকা।  যা গতকালের তুলনায় অনেকটাই কমেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৮,০০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
Suvendu Adhikari: 'পুলিশ গরু প্রতি ২০০০ টাকা তোলা তোলে' বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election