আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন আর আধার কার্ড থাকে, তাহলে আজই কিনে নিন এলআইসি-র আধার শিলা স্কিম

প্রতিদিন মাত্র ২৯ টাকার বিনিয়োগের বদলে ম্যাচিওরেয় সময় ৪ লাখ টাকা পাওয়ার সুযোগ থাকে এলআইসি-র আধার শিলা স্কিমে। ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোন মহিলা এই পলিসি কিনতে পারবেন।
 

আজকের দিনে সিংহভাগ মহিলাই সাবলম্বী। তাই তাঁরা প্রত্যেকেই ভবিষ্যতের সঞ্চয়ের বিষয়টিতেও বিশেষভাবে নজর দিয়ে থাকেন। শুধু সামলম্বী মহিলারাই নন, যারা পারফেক্ট হোম মেকার তাঁরাও পরিবারের জন্য সঞ্চয়ের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। ভারতের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্সিওরেন্স করপোরেশনের (LIC) একাধিক প্ল্য়ানে প্রতিটি মানুষ বিনিয়োগ করে থাকেন। উদ্দেশ্যে একটাই, নিজের ও পরিবারের ভবিষ্যতকে সুরক্ষিত করা। কিন্তু লাইফ ইন্সুওরেন্স করপোরেশন বা এলআইসি শুধুমাত্র মহিলাদেরও জন্যও (Women Scheme) বিশেষ স্কিম নিয়ে এসেছে। এই স্কিমে খুব সামান্য বিনিয়োগের মাধ্যমেই মোটা টাকা রিটার্ন (Returns) হিসাবে পাওয়ার সুযোগ থাকে। লাইফ ইন্সিওরেন্স করপোরেশন বা এলআইসি মহিলাদের জন্য যে বিশেষ প্ল্যান নিয়ে এসেছে সেটি হল আধার শিলা। উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি এই বিশেষ পলিসিটি মহিলাদের জন্য চালু করেছিলেন এলআইসি। কিন্তু এখনও অনেক মহিলাই এই স্কিমের বিষয়ে অবগত নন। তাঁরা এলআইসি-র আধার শিলা স্কিমের (Aadharshila scheme) ব্যাপারে জানাতে পারলে হয়তো বিনিয়োগ করে ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার সুযোগ পাবেন। 

আসুন তাহলে জেনে নেওয়া যাক লাইফ ইন্সিওরেন্স করপোরেশন বা এলআইসি-র আধার শিলা স্কিমটা ঠিক কেমন। এই বিষয় প্রথমেই বলে রাখি, স্কিমের নামের মধ্যেই কিন্তু একটা বিষয় লুকিয়ে রয়েছে। সেটি হল আধার। হ্যআঁ, যে সকল মহিলার আধার কার্ড রয়েছে তাঁরা প্রত্যেকেই এলআইসি-র আধার শিলা স্কিমের সুবিধা উপভোগ করতে পারবেন। প্রতিদিন মাত্র ২৯ টাকার বিনিয়োগের বদলে ম্যাচিওরেয় সময় ৪ লাখ টাকা পাওয়ার সুযোগ থাকে। ইতিমধ্যেই কিন্তু এলআইসি-র এই বিমা প্রকল্প বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গ্রাহকদের মধ্যে। এই পলিসিতে বিনিয়োগ বা সঞ্চয়ের ক্ষেত্রে আরও একটি সুবিধা রয়েছে, সেটি হল এই পলিসি চলাকালীন প্রকল্পের আওতায় ঋণও নেওয়া যেতে পারে। লাইফ ইন্সিওরেন্স করপোরেশন বা এলআইসি-র যে কোনও পলিসিই দীর্ঘ মেয়াদী। মহিলাদের জন্য যে আধার শিলা প্রকল্প সেটিও ১০ বছরের স্কিম। সর্বোচ্চ ২০ বছরের জন্য এই পলিসি কেনা যায়। ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী যে কোন মহিলা এই পলিসি কিনতে পারবেন। তবে পলিসি ম্যাচিওরের সময় গ্রাহকের বয়স ৭০ বছরের বেশি হওয়া চলবে না। পরপর দুই বছর প্রিমিয়াম জমা দেওয়ার পর যে কোনও সময়ে এই পলিসি বন্ধও করা যেতে পারে।

Latest Videos

আরও পড়ুন-সদ্যজাতের জীবন সুরক্ষিত করতে চান তো, তাহলে আজই এলআইসি-র জীবন উমাং স্কিমে বিনিয়োগ শুরু করুন

আরও পড়ুন-অপেক্ষার প্রায় অবসান, আগামী মার্চেই মার্কেটে আইপিও-তে প্রথম শেয়ার ছাড়ছে এলআইসি

এলআইসি-র আধার শিলা প্রকল্পে ন্যূনতম ৭৫ হাজার টাকার বিমা পাওয়ার সুবিধা রয়েছে। সর্বাধিক প্রাপ্য অর্থের পরিমাণ হতে পারে ৩০ লক্ষ টাকা। পলিসির গ্রাহক এই প্রকল্পের আওতায় দুর্ঘটনার ক্ষেত্রেও অনেক সুবিধা পেয়ে থাকেন। এই আধার শিলা প্ল্যানে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়ার সুবিধা রয়েছে। আপনি সময়মতো প্রিমিয়াম দিতে ভুলে গেলে, সে ক্ষেত্রে আপনি ৩০ দিনের একটা গ্রেস পিরিয়ড পেয়ে যাবেন। কিন্তু, আপনি যদি মাসিক ভিত্তিতে প্রিমিয়াম পরিশোধ করতে চান, তাহলে ১৫ দিনের গ্রেস পিরিয়ড পাবেন। যদি পলিসির গ্রাহক পলিসি শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে মারা যান, তাহলে বিমাকৃত অর্থের সমান পরিমাণ টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু, যদি এর পরে মৃত্যু ঘটে, তবে মনোনীত ব্যক্তিও নিশ্চিত পরিমাণ এবং লয়্যালটি বোনাস পাবেন। 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন