হারিয়ে ফেলেছেন আপনার মূল্যবান রেশন কার্ড, জেনে নিন কি করবেন

Published : Aug 12, 2020, 05:34 PM IST
হারিয়ে ফেলেছেন আপনার মূল্যবান রেশন কার্ড, জেনে নিন কি করবেন

সংক্ষিপ্ত

হারিয়ে যাওয়া রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার উন্নত পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকার তাদের ওয়েবসাইটে বিশেষ পরিষেবা চালু করেছে শুধু ওয়েবসাইটেই নয়, এর পাশাপাশি আরও একটি ইপিডিএস অ্যাপ চালু করেছে এই অ্যাপের মাধ্যমেই নয়া রেশন কার্ড তৈরি করতে পারবেন উপভোক্তারা

রেশন কার্ড এর গুরুত্ব সবথেকে বেশি টের পাওয়া যাচ্ছে এই লকডাউনে। এবার ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড, মোবাইল নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক। কিন্তু লকডাউনের মধ্যে হারিয়ে ফেলেছেন আপনার মূল্যবান রেশন কার্ড। এবার আর   হারিয়ে গেলেও চিন্তা করতে হবে না ৷ কারণ  হারিয়ে যাওয়া রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্র সরকার ৷ বন্যায় বিপর্যস্ত রাজ্যে রেশন কার্ড হারিয়ে গেলে ফের রেশন কার্ড জারি করার ঘোষণা করেছে খাদ্য বিভাগ ৷  সমস্ত উপভোক্তাদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকার তাদের ওয়েবসাইটে বিশেষ পরিষেবা চালু করেছে ৷ 

আরও পড়ুন-হু হু করে রেকর্ড হারে কমছে সোনার দাম, দেখে নিন বাজারের হাল হকিকত...

শুধু ওয়েবসাইটেই নয়, এর পাশাপাশি আরও একটি 'ইপিডিএস' অ্যাপ চালু করেছে ৷ এই ওয়েবসাইট ও অ্যাপে উপভোক্তারা রেশন কার্ড হারিয়ে যাওয়া থেকে রেশন পাওয়া সমস্ত অভিযোগ এবার থেকে জানাতে পারবেন ৷ অ্যান্ড্রয়েড ফোন থেকে  'ইপিডিএস' অ্যাপ ডাউনলোড করে নিলেই সমস্যার সমাধান। এই অ্যাপের মাধ্যমেই নয়া রেশন কার্ড তৈরি করতে পারবেন উপভোক্তারা ৷ এবার থেকে  রেশন কার্ড হারিয়ে গেলে আর খাদ্য বিভাগের ঝামেলা পোহাতে  হবে না ৷  

আরও পড়ুন-কেন পালিত হয় আন্তর্জাতিক যুব দিবস, জেনে নিন এর কাহিনি...

'ইপিডিএস' অ্যাপ ডাউনলোড করার পর রেশনকার্ডে রেজিস্টার্ডে মোবাইল নম্বর ও আধার নম্বর দিতে হবে ৷  তারপর স্ক্যান হয়ে যাবার পরই এটা খুলে যাবে আর অ্যাপের মধ্যেই রেশন কার্ডের সঙ্গে যুক্ত সম্পূর্ণ তথ্য চলে আসবে  ৷ এবং খাদ্য বিভাগের ওয়েবসাইটে সমস্ত তথ্য পাওয়া যাবে ৷ দেশের ২৪ রাজ্যে এক দেশে এক রেশন কার্ড জারি হয়ে গিয়েছে ৷ এই যোজনায় রেশন কার্ড হোল্ডাররা সরকারি রেশন দোকান থেকে সস্তায় রেশন নিতে পারবেন ৷ ভারতকে ডিডিটাল করার লক্ষ নিয়ে  একের পর এক পরিবর্তন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্মার্ট করার তাগিদে সব কিছুই এখন স্মার্ট। আধার কার্ড থেকে রেশন কার্ড সবকিছুই এখন স্মার্ট।  

PREV
click me!

Recommended Stories

আকাশছোঁয়া সোনা-রূপার দাম! কেনার এটাই কি সঠিক সময়? দাম কোথায় স্থির হবে জেনে নিন
Atal Pension Yojana: পেনশনভোগীদের জন্য বড় খবর! সরকারের থেকে ২০৩১ সাল পর্যন্ত মিলতে থাকবে টাকা