মাসের ১ লা দিনে সুখবর, রান্নার গ্যাসের নিয়ে বড় ঘোষণা, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দর

Published : Sep 01, 2022, 09:36 AM IST
 মাসের ১ লা দিনে সুখবর, রান্নার গ্যাসের নিয়ে বড় ঘোষণা, কলকাতায় কত হল এলপিজি সিলিন্ডারের দর

সংক্ষিপ্ত

মাসের পয়লা দিন অর্থাৎ ১ লা সেপ্টেম্বর গ্রাহকদের জন্য সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা। আজই নতুন এলপিজি সিলিন্ডারের দাম প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে। মাসের শুরুতেই দারুণ সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের নতুন রেট অনুযায়ী আজ ১ লা সেপ্টেম্বর থেকে   এলপিজি সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমানো হয়েছে। তবে কোথায় এই দাম কার্যকরী হবে। কলকাতা থেকে দিল্লি, পাটনা, জয়পুর, লাদাখ, গুয়াহাটি, কন্যাকুমারী সর্বত্রই এই নয়া দাম আজ থেকে ধার্য হবে।

মাসের পয়লা দিন অর্থাৎ ১ লা সেপ্টেম্বর গ্রাহকদের জন্য সুখবর। রান্নার গ্যাস নিয়ে বড় ঘোষণা। আজই নতুন এলপিজি সিলিন্ডারের দাম প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষ থেকে। মাসের শুরুতেই দারুণ সস্তা হয়েছে এলপিজি সিলিন্ডার। ইন্ডিয়ান অয়েলের নতুন রেট অনুযায়ী আজ ১ লা সেপ্টেম্বর থেকে   এলপিজি সিলিন্ডারের দাম ৯১.৫ টাকা কমানো হয়েছে। তবে কোথায় এই দাম কার্যকরী হবে। কলকাতা থেকে দিল্লি, পাটনা, জয়পুর, লাদাখ, গুয়াহাটি, কন্যাকুমারী সর্বত্রই এই নয়া দাম আজ থেকে ধার্য হবে।

অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে এবার বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীদের জন্য সুখবর। আগে কলকাতায় ১৯ কেজি এলপিজি  সিলিন্ডারের দাম ছিল ২০৯৫.৫০ টাকা । আজ ১লা সেপ্টেম্বর থেকে ১৯৯৫.৫০ টাকাতেই ১৯ কেজি এলপিজি সিলিন্ডার পাওয়া যাবে কলকাতায়। এবং দিল্লিতে ১৯ কেজি এলপিজি  সিলিন্ডারের দাম ছিল  ১৯৭৬.৫০ টাকা যা আজ থেকে ১৮৮৫ টাকায় পাওয়া যাবে। এবং মুম্বইতে আজ থেকে ১৯ কেজি এলপিজি  সিলিন্ডারের দাম হয়েছে ১৮৪৪ টাকা এবং চেন্নাইতে ২০৪৫ টাকায় পাওয়া যাবে  ১৯ কেজি এলপিজি সিলিন্ডার। প্রতি মাসের পয়লা তারিখেই গ্যাসের নয়া দাম প্রকাশ করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি। তবে এইবারের নয়া দামে খানিকটা স্বস্তি পাবেন বাণিজ্যিক সিলিন্ডার ব্যবহারকারীরা।

 

 

প্রতিমাসেই দাম বাড়ছে ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের । গত দুই বছরে চড়চড়িয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম।  মাসের শুরুতেই হেঁশেলে কোপ পড়ে মধ্যবিত্তের। গত মাসেও মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ের ৫০ টাকা দাম বেড়েছিল রান্নার গ্যাসের দাম। একলাফেই ১০০০ টাকার গন্ডি পার করেছে এলপিজি গ্যাস।  তবে ১৪.২ কেজি  এলপিজি গ্যাস পুরোনো দামেই কিনতে পারবেন গ্রাহকরা।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০৭৯ টাকা। ঘরোয়া সিলিন্ডারের  দিল্লির দাম ১০৫৩ টাকা  ও মুম্বইতে  ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০৫২.৫ টাকা।  এবং চেন্নাইতে ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম ১০৬৮ .৫০ টাকা। তবে রান্নার গ্যাসের দাম ১০০০ টাকা গন্ডি পেরোতেই আতঙ্কের প্রহর গুনছে মধ্যবিক্তরা। মধ্যবিত্তের পকেটে টান পড়েছে মাসের শুরু থেকেই।  কোনওভাবেই স্বস্তি পাবেন না সাধারণ মানুষ, তা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে। সংসার চালাতে গিয়েই হিমশিম খাচ্ছেন মধ্যবিত্তরা।
 

PREV
click me!

Recommended Stories

ব্র্যান্ডেড ডিমে লুকিয়ে ক্যান্সারের ঝুঁকি? নয়া এই রিপোর্ট ঘিরে বাড়ছে উদ্বেগ
Gold Price Today: লক্ষ্মীবারে মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে আরও কমলো সোনার দাম! ২২ ও ২৪ ক্যারেট আজ কততে বিকোচ্ছে জেনে নিন?