- Home
- Business News
- Other Business
- লটারি জিতলেই কি পুরো টাকা অ্যাকাউন্টে ঢোকে? জেনে নিন ট্যাক্স কেটে কত টাকা পাওয়া যায়!
লটারি জিতলেই কি পুরো টাকা অ্যাকাউন্টে ঢোকে? জেনে নিন ট্যাক্স কেটে কত টাকা পাওয়া যায়!
লটারি জিততে কে না ভালবাসে। সবাই চান ফাটকা খেলে মোটা টাকা কামাতে। কিন্তু যারা লটারি জেতে তারা কি পুরো টাকাটাই পায়? নাকি তার থেকেও কাটা যায় টাকা? কোটি টাকার লটারি জিতলে কি আদৌ কোটিপতি হওয়া যায়! জেনে নিন সেই হিসেব।

যারা লটারি জেতে তারা কি পুরো টাকাটাই পায়? নাকি তার থেকেও কাটা যায় টাকা? কোটি টাকার লটারি জিতলে কি আদৌ কোটিপতি হওয়া যায়! জেনে নিন সেই হিসেব।
লটারি জিততে কে না ভালবাসে। সবাই চান ফাটকা খেলে মোটা টাকা কামাতে। কিন্তু উল্লেখ্য, এদেশে প্রায় সমস্ত আয়ই পড়ে আয়করের অধীনে। আর এই নিয়মানুযায়ী, লটারি বা গেমিংয়ে যে টাকাটা জেতা হয় তাও পড়ে আয়করের অধীনে।
লটারির (Lottery) টাকাও কি করযোগ্য?
আয়কর আইন ১৯৬১ অনুসারে, লটারি বা গেমিং শোতে জেতা যেকোনো পুরস্কারই করযোগ্য। উদাহরণস্বরূপ, কেউ যদি লটারিতে ১ কোটি টাকা জেতেন তবে সরকারকে কত টাকা ট্যাক্স দিতে হবে? তার কাছেই বা কত টাকা বেঁচে থাকবে? জানিয়ে রাখি, লটারি, ঘোড়দৌড়, ক্রসওয়ার্ড পাজল, তাস খেলা, বাজি এবং টেলিভিশন গেমিং শো থেকে জেতা অর্থের উপরে ৩০ শতাংশ হারে কর আরোপিত হয়। সঙ্গে প্রযোজ্য হয় সেস এবং সারচার্জ।
কত কর বাবদ দিতে হয়: লটারি টিকিট জিতলে কিংবা কোনও টেলিভিশন গেমিং শো জিতলে সেই পুরস্কার অর্থে কোনও মৌলিক ছাড় তো মেলেই না, উলটে ১০ লক্ষ টাকার বেশি অর্থ জয়ের উপরে আরোপিত হয় সারচার্জ। আইন অনুযায়ী, লটারি (Lottery) কিংবা গেম শোতে কেউ ১ কোটি টাকা জিতলে আয়কর হিসেবে কাটা যাবে ৩০ লক্ষ টাকা। সঙ্গে বসবে ১০ শতাংশ সারচার্জ, শিক্ষা কর এবং উচ্চ শিক্ষা কর।
কত কর আরোপিত হয়: নিয়মিত আয়ের উপরে স্ল্যাব হারে কর আরোপিত হয়। কিন্তু আইনের ১১৫ বিবি ধারা অনুযায়ী, লটারি জয়ের অর্থের উপরে ৩০ শতাংশ হার নির্ধারিত হয়েছে, যেখানে কোনও ভাতা কিংবা ট্যাক্স কাটার অনুমতি নেই। কেউ যদি ১ কোটি টাকার লটারি জেতে তাহলে প্রথমেই কাটা যাবে ৩০ শতাংশ কর। ৩০ শতাংশ কর হিসেবে ৩৩ লক্ষ টাকা কাটা যাবে। বাকি টাকাটা পাবেন বিজেতা।

