ইমামি গ্রুপের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগের সম্ভবনা

নবান্নে ইমামি গ্রুপের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে এই বৈঠক হয় বলে সুত্রের খবর। রাজ্যে বিনিয়োগের জন্য বৈঠক সাড়লেন মমতা বন্দোপাধ্যায়। চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ নিয়েই ইমামি গ্রুপের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। 

একদিকে যখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির (Vladimir Putin) ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের (Special Military Operation) কথা ঘোষণার জেরে উত্তাল হয়ে উঠেছে গোটা বিশ্ব, তখন নবান্নে (Nabanno) ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamta Banerjee)। বৃহস্পতিবার (Thursday) নবান্নে এই বৈঠক হয় বলে সুত্রের খবর। রাশিয়া-ইউক্রেন সংঘাতের (Russia-Ukraine war) মাঝে যখন বিভিন্ন জিনিসের দাম বেড়েছ বা দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে তখন অন্যদিকে রাজ্যে বিনিয়োগের (Investment For West Bengal) জন্য বৈঠক সাড়লেন মমতা বন্দোপাধ্যায়। যতদূর জানা যাচ্ছে, চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগ (Investment In To Medical Industry) নিয়েই ইমামি গ্রুপের (Emami Group) সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamta Banerjee)। তবে ঠিক কী ধরনের নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনা কতদূর এগিয়েছে সেই নিয়ে বিশেষ কিছু তথ্য এখনও জানা যায় নি।  

চিকিৎসা ক্ষেত্রে বিনিয়োগের আলোচনা যেমন হয়েছে তেমনই আবার ইমামি গ্রুপের সঙ্গে বৈঠকে বাণিজ্যিক সম্মেলন (Bengal Global Business Summit) নিয়েও আলোচনা হয়েছে বলে সুত্র মারফত খবর। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই শুরু হবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। আর সেই নিয়েই একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। কারন এই সম্মেলন থেকে বিপুল পরিমাণে বিনিয়োগ পাওয়ার আশা রাখছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যে একটি টাস্ক ফোর্সও নাকি গঠন করা হয়ে গিয়েছে। আগামী ২০ এপ্রিল থেকে দুই দিনের জন্য এই আন্তর্জাতিক শিল্প সম্মেলন শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্য, দেশের বিনিয়োগকারীদেরই এই শিল্প সম্মেলনে অংশগ্রহণ করার প্রতি বিশেষ নজর দেওয়া হবে। 

Latest Videos

প্রসঙ্গত, শিল্পপতি গৌতম আদামনি ও তাঁর ছেলে করণ আদানির সঙ্গেও নবান্নে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আর বৈঠকের পর জানা যায়, এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য বিনিয়োগ করছে বেসরকারি পোর্ট অপারেটর সংস্থা আদানি গ্রুপ।  হলদিয়া বন্দরের আধুনিকীকরণের জন্যই বিনিয়োগ করছে আদানি গ্রুপ। তবে গত বৃহস্পতিবার ইমামি গ্রুপের সঙ্গে বৈঠকের পর  বিশেষজ্ঞ মহল মনে করছে লক্ষ্মীবারের বৈঠকে লক্ষ্মীলাভ হবে রাজ্যের। আর সেই সঙ্গে আদানি গ্রুপের সঙ্গে বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনে অংশ নিতে পারে ইমামি গ্রুপও। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন গৌতম আদানি। তারপর তিনি টুইট করে জানিয়েছিলেন, মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে তিনি আনন্দিত। পশ্চিমবঙ্গে বিনিয়োগের সম্ভবনা নিয়ে আলোচনা হয়েছে। সেই সঙ্গে তিনি লিখেছিলেন, ২০২২ সালের এপ্রিলে বিশ্ব বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণের ইচ্ছেও প্রকাশ করেছিলেন। তাই সব মিলিয়ে শিল্প বাণিজ্য সম্মেলন থেকে রাজ্যে মোটা টাকা বিনিয়োগের একটা আশা রয়েছে তা বলাই বাহুল্য। 

Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন