ভারতে ১৭ বছরের যাত্রায় মেট্রো স্বাধীন ব্যবসাকে শক্তিশালী করার কাজে প্রথম সারিতে থেকেছে। ভারতের বৃহত্তম পাইকারি বিক্রেতা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি মুদি ব্যবসা এবং ছোট ও মাঝারি ব্যবসাগুলোর প্রতি তার দায়বদ্ধতা বজায় রেখে সুরক্ষা ব্যবস্থা আরো জোরদার করেছে। ভারতের ৩ মিলিয়ন ক্রেতার জন্য এক অভূতপূর্ব সেল চালু করেছে। ই-কমার্স অ্যাপ লঞ্চ সেই পথেই আর এক পদক্ষেপ। লকডাউনের প্রথম পর্যায়ে লঞ্চ করা এই অ্যাপ ক্রেতাদের সুরক্ষিত এবং নির্ঝঞ্ঝাট কেনাকাটা করার সুযোগ দিয়েছে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি।
এই সপ্তদশ বর্ষপূর্তি সেল চলতি অতিমারীর সময়ে বিরাট স্বস্তি এনে দিয়েছে। এতে গৃহস্থালির জিনিসপত্র, খাদ্য সামগ্রী এবং মুদির দোকানের জিনিস, ইলেকট্রনিক্স, হোম কেয়ার ও ফ্যাশনের জিনিসের মত বহু প্রোডাক্টে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। এই অভূতপূর্ব ছাড় দেওয়ার সঙ্গে সঙ্গে মেট্রো সুরক্ষায় বিশেষ নজর দিয়েছে এবং দেশের ২৭ টি স্টোরের সবকটিতে কঠোরতম নিয়মকানুন প্রবর্তন করেছে। কোম্পানি নতুন লঞ্চ হওয়া অ্যাপেও এই সেলের সুযোগ দিয়েছে যাতে স্টোরগুলোতে ভিড় এড়ানো যায়। সেল শুরু হয়েছে জুলাই ১ এবং শেষ হবে অগাস্ট ১৬, ২০২০।
কিরানা ইকোসিস্টেমকে স্মার্ট কিরানা প্রকল্পের মাধ্যমে শক্তিশালী করতে পেরে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ইন্ডিয়া গর্বিত। এই অভূতপূর্ব প্রকল্প ডিজিটালাইজেশন ও আধুনিকীকরণের মাধ্যমে মুদি দোকানগুলোকে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে। উপরন্তু ই-কমার্স অ্যাপটি চালু হওয়ায় ভূষিমাল অর্থাৎ মুদি দোকানের ক্রেতাদের অর্ডার দেওয়া বেড়েছে। তাঁরা এখন কেনাকাটা করার অন্যান্য উপায় খুঁজছেন। এই অ্যাপের মাধ্যমে ক্রেতারা নানা ধরণের জিনিস কিনছেন এবং এমন অনেক জিনিস কিনছেন যা আগে কখনো অর্ডার করেননি।
আকর্ষণীয় অফার
ফাইন লাইফের মত মেট্রোর নিজের ব্র্যান্ডে: ৬০ শতাংশ পর্যন্ত ছাড়
ওয়ান্ডারশেফ প্রোডাক্টে: ৫৮ শতাংশ ছাড়
৪ বার্নার গ্যাস্টপ: ৭০ শতাংশ ছাড়
হাইয়ার এল ই ডি স্মার্ট টিভি (৫০”): ৫০ শতাংশ ছাড়
বেডশীটে বাই ওয়ান গেট ওয়ান
পুমা জুতো: ৬৫ শতাংশ ছাড়
চাল, ডাল ইত্যাদিতে: ৪০ শতাংশ পর্যন্ত
জুস, ডেয়ারি ও প্রোসেসড ফুডে: ৫৫ শতাংশ পর্যন্ত
পার্সোনাল কেয়ার, ডিটারজেন্ট সমেত ক্লিনিং প্রোডাক্টে: ১৬ থেকে ৬৩ শতাংশ
ড্রাই ফ্রুটস: ৭৬ শতাংশ ছাড় এবং আরও অন্যান্য…
২৭ টি মেট্রো স্টোরে সপ্তদশ বর্ষপূর্তি সেল শুরু হয়েছে জুলাই ১ এবং শেষ হবে অগাস্ট ১৬
মেট্রো হোলসেল অ্যাপ থেকে কেনাকাটা করলেও এই অফার এবং ছাড়গুলো পাওয়া যাবে (আই ও এস এবং অ্যান্ড্রয়েড)