OLA Grocery Service-১৫ মিনিটের অপেক্ষা,পেয়ে যাবেন গ্রসারি আইটেম,শুরু হচ্ছে ওলা স্টোর সার্ভিস

ওলার পক্ষ থেকে শুরু করা হচ্ছে ওলা স্টোর-র এই নতুন সার্ভিসগ্রসারি, পার্সোনাল কেয়ার আর পেট কেয়ারের জিনিস পাওয়া যাবে ওলা স্টোরেএকসঙ্গে ২০০০ রকমের আইটেম অর্ডার করার সুযোগ রয়েছে ওলা স্টোর সার্ভসেমাত্র ১৫ মিনিটে হাতের মুঠোয় চলে আসবে আপানার জিনিস

এতদিন এক ফোনে আপনার বাড়ির সামনে হাজির হয়ে যেত ওলা ক্যাব(OLA Cab)এবার শুধু ক্যাব সার্ভিসই নয়, আপনি মাত্র ১৫ মিনিটে পেয়ে যাবেন প্রয়োজনীয় গ্রসারি আইটেমও(Grocery Item)ওলার পক্ষ থেকে শুরু করা হচ্ছে ওলা স্টোর(Ola Store)-র এই নতুন সার্ভিসটিতবে এই মুহুর্তে নির্দিষ্ট এলাকাতেই পাওয়া যাবে ওলা স্টোরের গ্রসারি আইটেম(OLA Grocery Item)আপাতত ব্যাঙ্গালুরুতে(Bangaluru) শুরু হতে চলেছে ওলা স্টোরের এই নতুন সার্ভিসব্যাঙ্গালুরু দিয়ে ওলা স্টোরের হাতেখড়ি হলেও আগামী কয়েক মাসের মধ্যে ভারতের বেশ কয়েকটি শহরে ওলা স্টোরের সার্ভিস(OLA Store Service) শুরু করার পরিকল্পনা রয়েছে ওলা কোম্পানিরগ্রসারি(Grocery), পার্সোনাল কেয়ার(Personal Care) আর পেট কেয়ারের(Pet Care) জিনিস পাওয়া যাবে ওলা স্টোরে(Ola Store)একসঙ্গে ২০০০ রকমের আইটেম অর্ডার করার সুযোগ রয়েছে ওলা স্টোর সার্ভিসমাত্র ১৫ মিনিটে(15 Minutes Service) আপানার হাতের মুঠোয় চলে আসবে বিভিন্ন রকমের গ্রসারি, বেভারেজ, হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ও পেট কেয়ারের সব জিনিসবলা বাহুল্য, গোটা ব্যাঙ্গালুরু শহর জুড়ে এখনই এই সার্ভিস পাওয়া যাবে নাপ্রাথমিক পর্যায়ে ব্যাঙ্গালুরুর কয়েকটি এলাকাতেই পাওয়া যাবে ওলা স্টোর সার্ভিসনতুন ই-কমার্স সাইট(E Commerce site) ওলা স্টোর আশা করছে বর্তমান USD ০.৩ বিলিয়ান থেকে ২০২৫ সালে ৫ বিলিয়ান হয়ে যাবে

আজকের ব্যস্ত সময়ে ডোরস্টেপ সার্ভিস(Doorstep Service) পেতে কে না চায়উন্নত প্রযুক্তির যুগে দিনে দিনে মানুষের চাহিদা বাড়ছেসেই সঙ্গে পাল্লা দিয়ে বাজারে আসছে নিত্য নতুন পরিষেবাওওলা স্টোরও তার ব্যতিক্রম নয়একদিকে যেমন জোম্যাটো, সুইগি সহ বিভিন্ন ধরনের ফুড ডেলিভারি অ্যাপ রয়েছে তেমনই রয়েছে অন্যান্য অনলাইন শপিং সাইট যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়এবার সেই তালিকার নয়া সংযোজন ওলা স্টোরএর আগে ফুড ডেলিভারি ও ফিনানসিয়াল সার্ভিস শুরু করেছিলসম্প্রতি ওলার তরফে লঞ্চ করা হয়েছে ওলা কারকোনও গ্রাহক ইচ্ছে হলে এই সংস্থার গাড়ি কিনতে পারবেন

Latest Videos

Jio 5 Plans-৩ মাস ধরে চলবে জিও-র ৫ টি প্ল্যান, জেনে নিন সেগুলো সম্পর্কে

রিপোর্ট অনুযায়ী, দিনে দিনে ওলা ব্যবসার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছেইনিশিয়ল পাবলিক অফারিং বা আইপিও(IPO)-তে USD বেড়েছে ১ থেকে ১.৫ বিলিয়ানতাই এই সংস্থার তরফে আশা করা হচ্ছে ডিসেম্বর ত্রৈমাসিকে ড্রাফ্ট রেড হিয়ারিং প্রসপেকটাস বা DRHP সম্পূর্ণ করতে পারবেওলা কার সার্ভিং

 

 

 

Share this article
click me!

Latest Videos

Bangla News : সুকান্তকে বাধা, বেলডাঙা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি | Asianet News Bangla
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report