হেঁশেলে আগুন, একধাক্কায় ৫০ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের, পকেটে কোপ মধ্যবিত্তের

ফের হেঁশেলে আগুন জ্বলছে মধ্যবিত্তের। মার্চ মাসের শেষেই ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  একধাক্কায় আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের।  অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ( LPG Gas Cylinder)।  ৯০০ টাকার গন্ডি পার করছিল অনেকদিন  আগেই এবার ১০০০ টাকা ছুঁতে চলেছে এলপিজি গ্যাসের দাম (LPG Gas Hike)।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯৭৬ টাকা। গ্যাসের দাম বাড়াতেই পকেটে কোপ পড়েছে মধ্যবিত্তের।

Riya Das | Published : Mar 22, 2022 4:21 AM IST / Updated: Mar 22 2022, 09:54 AM IST

ফের হেঁশেলে আগুন জ্বলছে মধ্যবিত্তের। মার্চ মাসের শেষেই ফের হেঁশেলে কোপ পড়ল মধ্যবিত্তের।  একধাক্কায় আবারও দাম বাড়ল রান্নার গ্যাসের।  অগ্নিমূল্য বাজারে  যেন আগুন লেগেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বেড়েই চলেছে। অগ্নিমূল্য বাজারে হেঁশেলে আগুন লাগল মধ্যবিত্তের। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের একলাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম ( LPG Gas Cylinder)।  ৯০০ টাকার গন্ডি পার করছিল অনেকদিন  আগেই এবার ১০০০ টাকা ছুঁতে চলেছে এলপিজি গ্যাসের দাম (LPG Gas Hike) ।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯৭৬ টাকা। গ্যাসের দাম বাড়াতেই পকেটে কোপ পড়েছে মধ্যবিত্তের।

অর্থনৈতিক লড়াই যখন তীব্রতর হচ্ছে, তখন গ্যাসের দাম কোপ ফেলল মধ্যবিত্তের হেঁশেলে। একলাফেই ১০০০ টাকার কাছাকাছি পৌঁছে গেল এলপিজি সিলিন্ডার।  কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাসের দাম হল ৯৭৬ টাকা।  রান্নার গ্যাসের দাম (LPG Gas Hike) যে বাড়তে চলেছে তা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই। এবার মাসের শেষেই একলাফে বেড়ে গেল রান্নার গ্যাসের দাম ( LPG Gas Cylinder)।  রান্নার গ্যাসের  দাম বাড়ার ফলেই পকেটে কোপ পড়েছে সাধারণ মানুষের।  এই দাম বাড়ার ফলে সকলেরই মাথায় হাত পড়েছে। এবার থেকে গ্যাস কিনতে গেলেই ৯৭৬ টাকা দিতে হবে যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

 

 

আরও পড়ুন-এক ধাক্কায় অনেকটা বাড়বে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম, মঙ্গলবার থেকেই গুনতে হবে বেশি টাকা

আরও পড়ুন-সুবর্ণ সুযোগ, এবার মাত্র ২ ঘন্টার মধ্যে বাড়িতে বসে পেয়ে যাবেন রান্নার গ্যাসের সিলিন্ডার

আরও পড়ুন-হোলির রং এবার গৃহস্থের হেঁসেলে, হোলি স্পেশাল রান্নার গ্যাসে দারুণ ছাড়

 

অতিমারিতে সাধারণ মানুষের রোজগার নিয়ে নাজেহাল অবস্থা। তার উপর জিনিসপত্রের দামও আকাশছোঁয়া। এবং তার মধ্যে ফের গ্যাসের দাম ( LPG Gas Cylinder) বাড়ায় চিন্তা বাড়ছে। গত ডিসেম্বর মাস থেকে রান্নার গ্যাসের দাম বেড়েই (LPG Gas Hike) চলেছে।  এভাবে দাম বাড়তে থাকলে নাভিশ্বাস ওঠার অবস্থা সাধারণ মানুষের। তবে রান্নার গ্যাসের দাম বাড়লেও ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম কমেছে ৮ টাকা। বাণিজ্যিক গ্যাসের বর্তমান বাজারমূল্য ২০৮৭ টাকা। আজ থেকেই নয়া দাম কার্যকর হতে চলেছে। এর আগে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ২০৯৫ টাকা এবং  কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৯২৬ টাকা। তবে রান্নার গ্যাসের দাম ক্রমশ বাড়া নিয়ে সকলেরই চিন্তা বাড়ছে।তবে গ্যাসের দাম যেহারে বেড়ে চলেছে তাতে নাভিশ্বাস হওয়ার অবস্থা সাধারণ মানুষের। বারোটি গ্যাসের জন্য ভর্তুকি দেয় কেন্দ্রীয় সরকার। ভর্তুকিবিহীন দামেই গ্যাস সিলিন্ডার কেনেন গাহকরা। পরে ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যায় গ্রাহকদের। তবে বারোটার বেশি সিলিন্ডারের প্রয়োজন হলে আর কোনও ভর্তুকি পান না গ্রাহকরা। আগামী দিনে যে কোথায় পৌঁছতে চলেছে তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে মধ্যবিত্তের কপালে।

Share this article
click me!