সুখবর, এই খাতে একবার বিনিয়োগ করলেই আয় করতে পারবেন সারাজীবন, জানুন কীভাবে

গ্রাহকদের কথা ভেবেই আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি।এই স্কিমে ইনভেস্ট করে কিছুটা নিশ্চিত হতে পারবেন আপনি৷  কারণ একটা বয়সের পর পেনশন নিয়ে একটা চিন্তা থেকেই যায়। এই স্কিমে মাত্র একবার ইনভেস্ট করলেই আপনি সারাজীবন পেয়ে যাবেন পেনশন। 

Riya Das | Published : Oct 11, 2022 10:30 AM IST

দেশের বিশ্বাসযোগ্য বিমা সংস্থা বলতেই সবার আগে মাথায় আসে এলআইসি-র নাম। নতুন বছরে খুশির খবর নিয়ে হাজির এলআইসি। মাত্র একবার টাকা ইনভেস্ট করলেই সারাজীবন ধরে পেনশন দেবে এলআইসি। বিশেষ করে বয়স্কদের জন্য দারুণ স্কিম নিয়ে হাজির হয়েছে  এলআইসি-র নতুন প্ল্যান ' জীবন শান্তি যোজনা' ।  যেখানেএকবার মাত্র ইনভেস্ট করলেই প্রতি মাসে পেনশন মিলবে। কথাটা শুনে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। পেনশন গ্রাহকদের কথা ভেবেই এমন আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি। 

গ্রাহকদের কথা ভেবেই আকর্ষণীয় স্কিম নিয়ে হাজির হয়েছে এলআইসি।এই স্কিমে মাত্র একবার ইনভেস্ট করলেই আপনি সারাজীবন পেয়ে যাবেন পেনশন।  এই স্কিমে ইনভেস্ট করে কিছুটা নিশ্চিত হতে পারবেন আপনি৷  কারণ একটা বয়সের পর পেনশন নিয়ে একটা চিন্তা থেকেই যায়। এবার পেনশনভোগীদের জন্যই নয়া স্কিম নিয়ে হাজির এলআইসি-র ' জীবন শান্তি যোজনা'  পলিসিতে  একবার ইনভেস্ট করলেই আজীবন পেনশন পাবেন গ্রাহকরা। এই পলিসি নিতে হলে কমপক্ষে ৩০ থেকে ৮৫ বছরের লোকেরা এই স্কিমে টাকা বিনিয়োগ করতে পাবেন। মাত্র একবার ইনভেস্ট করেই মিলবে বিপুল সুযোগ সুবিধা।

Latest Videos

 

 

এই প্ল্যানটির বিশেষ সুবিধা হল,  একবারে টাকা দিয়েই শেয়ার হোল্ডারদের কাছে অ্যানিউটির ১০ টি বিকল্পের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে পারবেন  গ্রাহকেরা। যেমন ধরুন ৫০ বছর বয়সে ১০ লক্ষ টাকার বিকল্প নিলে তাকে এককালীন ১০ লক্ষ ১৮ হাজার টাকা প্রিমিয়াম জমা দিতে হবে। এই বিনিয়োগ করেই প্রতিমাসে ৫৬১৭ টাকা করে প্রতিমাসে পেনশন পাবেন।  অর্থাৎ বছরে ৬৫ হাজার টাকা পাবেন গ্রাহকেরা। ৫ থেকে ২০ বছরের মধ্যেও বিভিন্ন পেনশন পরিকল্পনার অধীনে জীবন শান্তি প্ল্যান আমানতে বার্ষিক ৮.৭৯ থেকে ২১.৬ শতাংশ পেনশনের বিকল্প রয়েছে। এই পলিসির সঙ্গে সঙ্গে গ্রাহকেরা লোনেরও সুবিধা পাবেন।  গ্রাহকরা অনলাইন অথবা অফলাইন দুইভাবেই এই প্ল্যান কিনতে পারবেন ৷ তবে এই প্ল্যান কিনতে গেলে ন্যূনতম ১ থেকে দেড় লক্ষ টাকা দিয়ে কিনতে হবে ৷ কিন্তু সর্বোচ্চ কোনও সীমা নেই ৷  শেয়ার হোল্ডারদের কাছ থেকে এই পলিসি কেনার জন্য গ্রাহক একবারে প্রিমিয়াম দিতে পারেন। এর পর  থেকেই এলআইসি নিয়মিত টাকা দেবে। এর জন্য ১০টি  আলাদা আলাদা বিকল্প রয়েছে। পলিসিধারকরা এই নিয়মিত অর্থ মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক কিংবা বার্ষিক ভাবে পেতে পারেন। পেনশন পলিসির জন্য এ পলিসি নিতে হবে গ্রাহকদের। পলিসি শুরু করার সময়েও অ্যানিউটির রেটের গ্যারান্টি দেওয়া হবে গ্রাহককে ৷ এবং পলিসি হোল্ডারকে সারা জীবন অ্যানিউটি দেওয়া হয় ৷  পলিসিতে বিভিন্ন অ্যানিউটি পাওয়ার বিকল্প রয়েছে ৷ ন্যূনতম অ্যানিউটি ১২০০০ টাকা বার্ষিক দিতে হবে গ্রাহকদের ৷ তবে  ৫ লক্ষ টাকার বেশি কিনলে অ্যানিউটি রেটে ইনসেন্টিভ পাবেন গ্রাহকরা ৷

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

গেদে সিমান্তে বন্ধ ভিসা! বাংলাদেশ অশান্তিতে বিপাকে ব্যবসায়ীরা! | Nadia News Today
Live: তালডাংরায় নির্বাচনী প্রচারে এসে হুঙ্কার সুকান্ত মজুমদারের, দেখুন সরাসরি
সিসিটিভি ক্যামেরা ভেঙে হিন্দুদের উপর আক্রমণ বাংলাদেশের সেনা ও পুলিশের, গর্জে উঠলেন শুভেন্দু
হুমায়ুনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নয় তাহলে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর কেন? প্রশ্ন অগ্নিমিত্রার
Suvendu Adhikari : 'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর