SBI Q2 Profit-দ্বিতীয় ত্রৈমাসিকে চরম লাভবান SBI, নিট মুনাফা ৮৮৯০ কোটি টাকা

Published : Nov 04, 2021, 05:39 PM IST
SBI Q2 Profit-দ্বিতীয় ত্রৈমাসিকে চরম লাভবান SBI, নিট মুনাফা ৮৮৯০ কোটি টাকা

সংক্ষিপ্ত

এসবিআইয়ের চলতি আর্থিক বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহের ত্রৈমাসিকের মোট লাভের পরিমান বেড়েছে ৬৯ শতাংশ। ২০২১-২২-এর দ্বিতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণা করেছে। স্টেট ব্যাঙ্কের লাভের খাতা অনুযায়ী, ৮৮৯০ কোটি নিট মুনাফা করেছে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

কোভিড পরিস্থিতিতে(Covid Situation) গোটা দেশ জুড়ে চলছিল অর্থনৈতিক মন্দা। তবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পরবর্তী পরিস্থিতিতে(2nd wave of Post Covid) অর্থনৈতিক অবস্থারও কিছুটা উন্নতি হতে শুরু করেছে। আর দেশের অর্থনৈতিক পরিস্থিতির স্থিতাবস্থার জ্বলন্ত দৃষ্টান্ত দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে(Q2) নজরকারা লাভের(Profit) পরিমান।  দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক ভারতীয় স্টেট ব্যাঙ্ক(SBI)  বুধবার চলতি অর্থ বছর(Current Financial Year) অর্থাৎ ২০২১-২২-এর দ্বিতীয় ত্রৈমাসিক আর্থিক ফলাফল ঘোষণা করেছে। স্টেট ব্যাঙ্কের(SBI) লাভের খাতা অনুযায়ী, ৮৮৯০ কোটি নিট মুনাফা করেছে দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI)। সংশ্লিষ্ট মহলের মতে, দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআইয়ের আর্থিক ফল গোটা ব্যাঙ্কিং শিল্পের স্থিতাবস্থা বজায় রাখতে ভরসা যোগাবে। করোনা পরিস্থিতিতে গত দেড় বছরে যে সব সংস্থার আর্থিক ক্ষতি হয়েছে ও ঋণের পরিমান বেড়েছে তারা এসবিআই-য়ের মোটা অঙ্কের লাভের খবরে কিছুটা হলেও স্বস্তি পাবে।

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) বা এসবিআইয়ের চলতি আর্থিক বছরের সেপ্টেম্বরে দ্বিতীয় সপ্তাহের ত্রৈমাসিকের মোট লাভের পরিমান বেড়েছে ৬৯ শতাংশ। বর্তমানে টাকার অঙ্কে সেটা বেড়ে পৌঁছে গিয়েছে ৮,৮৮৯.৮৪ কোটি টাকায়। এর আগের আর্থিক বছরের(Last Financial Year) সমান ত্রৈমাসিকে স্টেট ব্যাঙ্কের লাভের পরিমান ছিল ৫,২৪৫.৮৮ কোটি টাকা। শেয়ার বাজারকে পাঠানো সূচনায় ব্যাঙ্ক জানিয়েছে, এই ত্রৈমাসিক চলাকালীন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(SBI) বা এসবিআই গ্রুপের মোট আয় বেড়ে হয়েছে ১,০১,১৪৩.২৬ কোটি টাকা। এক বছর আগের একই ত্রৈমাসিকে ব্যাঙ্কের আয় ছিল ৯৫,৩৭৩.৫০ কোটি টাকা ছিল।

Tax High for Garments Business-কর বাড়ছে স্বল্প দামের পোষাকে, ভারতে কর্মহীন হতে পারে ১৪ লাখ মানুষ

Startup Business Tips-কোভিডে কাজ হারানোর যন্ত্রনা, ঘরে বসে উপার্জনের সুযোগ

ত্রৈমাসিক চলাকালীন লাভ বেড়েছে ৬৭ শতাংশ

একক ভিত্তিতে ব্যাঙ্কের লাভ ত্রৈমাসিক চলাকালীন ৬৭ শতাংশ বেড়ে ৬,৫০৪ কোটি টাকায় পৌঁছে গিয়েছে, যা গত বছরের এই সমসাময়ি ত্রৈমাসিকে ৪,৫৭৪.১৬ কোটি টাকা ছিল। একক আধারে ব্যাঙ্কের মোট আয় বেড়ে ৭৭,৬৮৯.০৯ কোটি টাকা হয়ে গিয়েছে, যা এক বছর আগের সমান ত্রৈমাসিকে ৭৫,৩৪১.৮০ কোটি টাকা ছিল।

এসবিআইয়ের এনপিএ কমেছে

সমীক্ষাধীন ত্রৈমাসিকে ব্যাঙ্কের সম্পত্তির গুনমানও উন্নত হয়েছে। ব্যাঙ্কের গ্রস এনপিএ(NPA) মোট ঋণ কমে ৪.৯০ শতাংশ হয়েছে। যা এক বছর আগে এই সমান সাময়িকে ৫.২৮ শতাংশ ছিল। এইভাবে ব্যাঙ্কের এনপিএও ১.৫৯ শতাংশ কমে ১.৫২ শতাংশ হয়েছে।

 

PREV
click me!

Recommended Stories

Gold-Silver Price Today: সোনার পতন, রুপোর উত্থান! বাজারে নতুন মোড়? জেনে নিন আজ কত দাম ১০ গ্রাম সোনার
কয়েক মিনিটেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা! পার্সোনাল লোন অ্যাপের এই সুবিধাগুলি জেনে নিন