গ্যাসের দামে ফের বৃদ্ধি। মাঝে ৩৩ টাকা দাম কমায় মনে করা হয়েছিল এবার হয়তো নিম্নমুখী হবে রান্নার গ্যাসের দাম। কিন্তু সেই ভাবনায় বলতে গেলে সাড়ে সর্বনাশ। রান্নার গ্যাসের দাম এখন ১১০০ টাকা ছুঁয়ে ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে।
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। ৫০ টাকা দাম বৃদ্ধি হওয়ায় কলকতায় রান্নার গ্যাসের দাম এখন ১০৭৯ টাকা। দিন কয়েক আগেও এই দাম ১০২৯ টাকা ছিল। ১৪.২ কিলো রান্নার গ্যাসের প্রতি সিলিন্ডারের দাম ৯০০ থেকে ১০০০ টাকার মধ্যে টাগ অফ ওয়ারের মতো টানা হেঁচড়া করছিল বহুদিন ধরেই। সেদিক থেকে ১০০০ টাকার ঘরে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম খুব একটা অবাক করার মতো নয়। কিন্তু, সম্প্রতি ৩৩টাকা দাম কমিয়ে ফের এক ধাক্কায় ৫০ টাকা দাম বাড়িয়ে নেওয়ায় রান্নার গ্যাসের আগামী দাম কোথায় গিয়ে দাঁড়াবে তাতে ধন্ধে পড়েছেন সাধারণ মানুষ।