এবার থেকে যখন খুশি এটিএম থেকে তুলুন FD-র টাকা, নয়া উদ্যোগ SBI-এর

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার  স্থায়ী আমানতে টাকা রাখলেই কেবলমাত্র যে কোনও সময়ই এটিএম থেকে টাকা তোলা যাবে। সৌজন্যে এসবিআই মাল্টি অপশন ডিপোজিট স্কিম। এই স্কিমের আওতায় কোনও ব্যাক্তি এটিএম থেকে নিজের সময় মত টাকা তোলার সুবিধা পাবেন। স্টেট ব্যাঙ্কে এই স্কিম খুলতে গেলে ন্যূনতম ১০ হাজার টাকা জমা দিতে হবে।

ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) বা এফডি থেকে এটিএমের (ATM Cash Withdrawl) মাধ্যমে যখন খুশি তখনই টাকা তোলা যায়, এমনটা শুনেছেন কখনও...উত্তরটা নিশ্চই নাই হবে...তবে এবার থেকে আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন। তার জন্য আপনাকে বিশেষ একটি ব্যাঙ্কের স্থায়ী আমানতে (fixed Deposit) টাকা রাখতে হবে। তাহলেই এই দারুণ সুযোগটি আপনি পেয়ে যাবেন। এই বিশেষ ব্যাঙ্কটি হল নান আদার দ্যান, দেশের সর্বোচ্চ রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। হ্যাঁ, এই ব্যাঙ্কের ফিক্সড ডিপোডিট (FD) বা স্থায়ী আমানতে (FD Scheme) টাকা রাখলেই কেবলমাত্র যে কোনও সময়ই এটিএম থেকে টাকা তোলা যাবে। সৌজন্যে এসবিআই মাল্টি অপশন ডিপোজিট (Multi Option Deposit)বা MOD । 

আসুন জেনে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State bank Of India)এই মাল্টি অপশন ডিপোজিট (Multi Option Deposit)বা MOD টা আসলে ঠিক কী। প্রসঙ্গত, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি নিয়ে এসেছে মাল্টি অপশন ডিপোজিট স্কিম, যেটি মূলত একটি ফিক্সড ডিপোজিট স্কিম। এই স্কিমের আওতায় কোনও ব্যাক্তি এটিএম থেকে নিজের সময় মত টাকা তোলার সুবিধা পাবেন। এবার জেনে নেওয়া যাক এই স্কিম খুলতে কত টাকা প্রয়োজন। স্টেট ব্যাঙ্কে এই স্কিম খুলতে গেলে ন্যূনতম ১০ হাজার টাকা জমা দিতে হবে। একজন গ্রাহক যত খুশি টাকা জমা রাখার সুযোগ পাবেন। উল্লেখ্য, ফিক্সড ডিপোজিটে সুদের হারের সঙ্গে এই স্কিমের সুদের হারে কোনও পার্থক্য নেই। মেয়াদকালের ওপরই নির্ভর করছে আপনার সুদের হার। 

Latest Videos

আরও পড়ুন-মার্চ মাসে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, হোলি-শিবরাত্রি সহ একগুচ্ছ ছুটিতে ব্যাহত পরিষেবা

আরও পড়ুন-গুগল পে থেকে ইন্সট্যান্ট ঋণ নিতে চান, জেনে নিন কীভাবে পাবেন

আরও পড়ুন-একলাফে ১০ হাজার থেকে ১ লাখে পৌঁছাল ই-রুপির টাকার অঙ্ক, সুখবর প্রদানকারী আরবিআই

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই মাল্টি অপশন ডিপোজিট স্কিমের সবচেয়ে বড় সুবিধা হল, এটিএম থেকে আপনার বিনিয়োগের অর্থ তোলার সুযোগ পায় বিনিয়োগকারীরা। এই বৈশিষ্ট্যটি কেবল মাল্টি অপশন ডিপোজিট (MOD) স্কিমের ক্ষেত্রেই পাওয়া যায়। এই স্কিমের মাধ্যেম বিনিয়োগকারীরা তাদের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টকে না ভাঙিয়েই অগ্রিম টাকা নেওয়ার সুবিধা পেয়ে যাবেন। বিনিয়োগকারীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ব্যাঙ্ক বিনিয়োগকারীদের  এটিএম থেকে টাকা তোলার এই বিশেষ সুবিধা প্রদান করছে। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today