দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে। নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও জানা যায়।
৪ মাস ধরেই দেশে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম (Petrol-Diesel Price)। আজ সপ্তাহের দ্বিতীয় দিন। ফলে ব্যস্ততা একেবারে তুঙ্গে। এদিকে আবার স্কুলও খুলে (School Reopen) গিয়েছে। ফলে এখন গাড়ির (Car) প্রয়োজন একটু বেশি হবেই। অফিস থেকে শুরু করে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়া সব ক্ষেত্রেই প্রয়োজন গাড়ির। আর এইদিনও দেশবাসীকে স্বস্তি দিয়ে অপরিবর্তিত থাকল জ্বালানির দাম (Fuel Price Unchanged)। সেই গত বছর দিওয়ালি (Diwali) থেকেই দেশে অপরিবর্তিত রয়েছে জ্বালানির দাম (Fuel Price)। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কলকাতায় (Petrol Price in Kolkata) আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৪.৬৭ টাকা ও লিটার প্রতি ডিজেলের দাম ৮৯.৭৯ টাকা। যা প্রায় ৪ মাস ধরেই অপরিবর্তিত রয়েছে।
বিভিন্ন শহরে তেলের দাম
কলকাতার পাশাপাশি দেশের বাকি শহরেও এদিন জ্বালানির দাম বাড়েনি। দিল্লি সরকার (Government of Delhi) পেট্রোলের উপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট (Value-added tax) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল। তার ফলে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম কমে গিয়েছিল ৮.৫৬ টাকা। তারপর সেই দাম কমে দাঁড়ায় ৯৫.৪১ টাকা। এখনও পর্যন্ত রাজধানী পেট্রোলের দাম ওই একই রয়ে গিয়েছে। তার আর কোনও পরিবর্তন হয়নি। এছাড়া লিটার প্রতি ডিজেলের দাম ৮৬.৬৭ টাকা। মুম্বইতেও অপরিবর্তিত জ্বালানির দাম। সেখানে আজ লিটার প্রতি পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। আর ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। এছাড়া আজ চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা।
আরও পড়ুন- মঙ্গলে সামান্য পতন সোনার দামে, তবুও চাপ অব্যাহত মধ্যবিত্তের
ভোপাল
লিটার প্রতি পেট্রোলের দাম ১০৭.২৩ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৯০.৮৭ টাকা
হায়দরাবাদ
লিটার প্রতি পেট্রোলের দাম ১০৮.২০ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৯৪.৬২ টাকা
বেঙ্গালুরু
লিটার প্রতি পেট্রোলের দাম ১০০.৫৮ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৮৫.০১ টাকা
গুয়াহাটি
লিটার প্রতি পেট্রোলের দাম ৯৪.৫৮ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৮১.২৯ টাকা
লখনউ
লিটার প্রতি পেট্রোলের দাম ৯৫.১৪ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৮৬.৬৮ টাকা
গান্ধীনগর
লিটার প্রতি পেট্রোলের দাম ৯৫.৩৫ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৮৯.৩৩ টাকা
গুরগাঁও
লিটার প্রতি পেট্রোলের দাম ৯৫.৫৯ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৮৬.৮১ টাকা
ভুবনেশ্বর
লিটার প্রতি পেট্রোলের দাম ১০১.৮১ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৯১.৬১ টাকা
রাঁচি
লিটার প্রতি পেট্রোলের দাম ৯৮.৫২ টাকা
লিটার প্রতি ডিজেল ৯১.৫৬ টাকা
পোর্ট ব্লেয়ার
লিটার প্রতি পেট্রোলের দাম ৮২.৯৬ টাকা
লিটার প্রতি ডিজেলের দাম ৭৭.১৩ টাকা
আরও পড়ুন- দিল্লির সুরাপ্রেমীদের জন্য সুখবর, এবার মদের বোতলে বাই ওয়ান গেট ওয়ান অফার
দেশের তিনটি অয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে। নতুন দাম ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমেও জানা যায়।
আরও পড়ুন-New Liquor Policy in MP: বিজেপি-শাসিত রাজ্যে বাড়িতে বাড়িতে মদ বিক্রির অনুমতি
দিওয়ালির (Diwali) আগে পর্যন্ত প্রায় প্রতিদিনই পেট্রোল ও ডিজেলের দাম বাড়তে দেখা গিয়েছিল। দেশের সব শহরেই পেট্রোলের দাম বাড়তে বাড়তে সেঞ্চুরি করে ফেলেছিল। পিছিয়ে ছিল না ডিজেলও। আর তেলের দাম বাড়ার প্রভাব পড়েছিল বাজার দরের উপর। প্রায় সব জিনিসেরই দাম বাড়তে শুরু করে। তা নিয়ে প্রতিবাদও শুরু করেছিল বিরোধীরা। রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়েছিল তারা। তেলের দাম বৃদ্ধির জন্য তারা দায়ি করেছিল কেন্দ্রীয় সরকারকে। তারপরই দিওয়ালির সময় সবাইকে চমকে দিয়ে পেট্রোল ও ডিজেলের উপর থেকে এক্সাইজ ডিউটি কমায় কেন্দ্র। গোটা দেশেই ৪ নভেম্বর কেন্দ্র পেট্রোল ও ডিজেলে যথাক্রমে পাঁচ ও ১০ টাকা উৎপাদন শুল্ক হ্রাস করার সিদ্ধান্ত নেয়। যার ফলে তেলের দাম অনেকটাই কমে যায়। এরপর আবার বেশ কিছু রাজ্য আলাদা করে পেট্রোল ও ডিজেলের উপর ভ্যাট কমিয়েছিল। ফলে সেই রাজ্যগুলিতে তেলের দাম আরও কিছুটা কমে যায়। আর সেই থেকে দেশে তেলের দাম অপরিবর্তিত রয়েছে। আজও তার কোনও পরিবর্তন হল না।