এপ্রিলের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে সোনার বাজার, আরও সস্তা হল ২২ ক্যারেটের দাম

এপ্রিল  মাসের শুরুতে নয়া অর্থবর্ষে ভারত বেশ অনেকটাই দাম কমল সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। এমসিএক্স সূচকে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম কমলে কিছু়টা হলেও যেন স্বস্তি থাকে মধ্যবিত্তের। তবে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমেছে সোনার। চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার বাজারে বড় চমক ।বিয়ের আগে এটাই সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।সপ্তাহের শেষে ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

এপ্রিল  মাসের শুরুতে নয়া অর্থবর্ষে ভারত বেশ অনেকটাই দাম কমল সোনার। তবে শুধু সোনাই নয়, রূপোর বাজারে বড় চমক। এমসিএক্স সূচকে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম কমলে কিছু়টা হলেও যেন স্বস্তি থাকে মধ্যবিত্তের। তবে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম কমেছে সোনার। ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে স্বস্তি দিয় অনেকটাই দাম কমেছে সোনার। ভারতীয় বাজারে  ৫১ হাজার টাকার উর্ধ্বেই রয়েছে ১০ গ্রাম পাকা সোনার দাম। গত সপ্তাহেও এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ঠেকেছিল ৫১ হাজারেরও বেশি। তবে চলতি সপ্তাহে পরপর কয়েকদিন ধরেই সোনার দাম কমছে। আগের তুলনায় কলকাতাতে ২২ ক্যারেট সোনার দাম বেশ অনেকটাই সস্তা হয়েছে। 

 মাসের শুরুতেও ভারতীয় বাজারে দাম কমল সোনার।  ২২ ক্যারেট সোনার দাম ৫০ হাজারের অনেকটাই নীচে রয়েছে। তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পরিবর্তন দেখা গিয়েছে। সোনার দাম নিয়ে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। একদিন বাড়ছে তো অন্যদিন কমছে।আর বিয়ের মরশুমে সোনার দাম বাড়লেই চিন্তা বাড়তে থাকে মধ্যবিত্তের। বিয়ের মরশুমের আগে লাগাতার দাম কমায় মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের।  সামনেই বৈশাখ মাস।  বিয়ের মরশুমে সোনা কেনার হিড়িক এমনিতেই বেড়ে যায় বাঙালিদের মধ্যে। আর তার  মধ্যে সোনার দাম বাড়লে তা যেন বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ায়। এবার বিয়ের মরশুমের আগেই অনেকটাই দাম  কমল সোনার । যার ফলে মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছে। বিশেষজ্ঞদের মতে, রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের জেরে আকাশছোঁয়া হয়েছিল সোনার দাম।  বেশ কয়েকদিন ধরেই সোনার দাম কমেছে। তবে গতকালের তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে সোনা।  ভারতীয় বাজারে ফের অর্থবর্ষের শুরুতে সোনার দাম কমায় ভিড় বাড়ছে দোকানে। চলতি সপ্তাহে ভারতীয় বাজারে সোনার বাজারে বড় চমক ।বিয়ের আগে এটাই সোনা কেনার মোক্ষম সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সপ্তাহের শেষে ২২ ও ২৪  ক্যারেট  ১০ গ্রাম সোনার দাম কোথায় ঠেকল, জেনে নিন আজকের সোনার দর।

Latest Videos

 


 

বিয়ের মরশুমের আগে বেশ কিছুদিন ধরে সোনার দাম নিয়ে চিন্তা বাড়ছে মধ্যবিত্তের। তবে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে।  আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। তবে এই সামরিক অভিযান চলতে থাকলে সোনার দামও সর্বকালীন রেকড মুহূর্তে ভেঙে দিতে পারে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৪৭,৬৫০ টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৮০ টাকা।  যা গতকালের তুলনায় অনেকটাই কমেছে। কলকাতার বাজারে ১ কেজি রূপোর  (Silver Price ) আজকের দাম ৬৭,৬০০  টাকা। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে  যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Mamata Banerjee: 'মোদী কিছু দেয় নি আমি ৫০ লক্ষ বাড়ি দিয়েছি' বিতর্কিত মন্তব্য মমতার
দেরিতে আসায় অঙ্গনওয়াড়ি কর্মীকে কড়া ধমক MLA অসিত মজুমদারের, দেখুন ভিডিও
বাগদায় ফের চলল বুলডোজার! হাইকোর্টের নির্দেশে ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হল ৬টি দোকান | Bagdah News
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report