করোনাকালে স্টার্ট আপ ব্যবসার কথা ভাবছেন, শুরু করুন তেজপাতার ব্য়বসা, পেয়ে যান সরকরি ভর্তুকিও

স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে কী করে মোটা টাকা উপার্জন  করা যায় সেটাই হল এই স্টার্ট আপের মূলমন্ত্র। করোনাকালে স্টার্ট আপ হিসাবে শুরু করতে পারেন তেজপাতার ব্যবসা। তেজপাতার একটি গাছ থেকে বার্ষিক ৫ হাজার টাকা আয়ের সুযোগ থাকে। 

করোনা পরিস্থিতিতে স্টার্টআপের (Startup) চাহিদা বেড়েছে অনেকাংশে। কোভিডের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে যেভাবে মানুষ তাঁর কর্মসংস্থান হারিয়েছে, মাস মাইনেতে ঘাটতি হয়েছে, তাই আগামী দিনে যাতে ফের এই পরিস্থতির স্বীকার না হতে হয় সেই জন্য চাকরির পাশাপাশি স্টার্টআপের ট্রেন্ড ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। অনেকেই ঘরে বসে উপার্জনের পথ খুঁজে নিচ্ছেন। নিজের মত করে ব্যবসা বাছাই করে আয়ের পথ প্রসস্থ করছে। যারা সত্যিই ঘরে বসে আয় করার পরিকল্পনা করছেন তাঁদের জন্য রয়েছে ধামাকাদর এক আইডিয়া (Business Idea)। মাত্র ৯৫০ টাকা বিনিময়ে ঘরে বসে ব্যবসা করে আয়ের এক দুর্দান্ত আইডিয়া রয়েছে আপনাদের জন্য। একদম স্বল্প পুঁজি বিনিয়োগের (Low Investment) মাধ্যমে কী করে মোটা টাকা উপার্জন (Good Returns) করা যায় সেটাই হল এই স্টার্ট আপের (Startup) মূলমন্ত্র। 

আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক, চাকরির পাশাপাশি কী ধরনের স্টার্টআপ আপনার জন্য সেরা পছন্দ হতে পারে। আজকের বিজনেস আইডিয়াতে রয়েছে তেজপাতা বা বে লিফ-এর ব্যবসা (Bay leaves) শুরু করার টিপস। তবে ব্যবসা শুরুর আগে ইনভেস্ট করার মতো টাকা না থাকায় বা ঠিক কী ব্যবসা করবেন সেটা ভেবে না উঠতে পারার জন্য ব্যবসা আর শুরু করে হয়ে ওঠা হয় না অনেকের ৷ তবে আজকে যে তেজপাতা বা বে লিফ ব্যবসার প্ল্যান রয়েছে তার চাহিদা সব সময়ই বাজারে থাকে। যে কোনও সিজনেই তেজপাতার চাহিদা কম হয় না। তাই তেজপাতার ব্যবসা শুরু করে গোটা জীবন মোটা টাকা উপার্জনের সুযোগ পেয়ে যাবেন। সেই সঙ্গে পেয়ে যাবেন সরকারি ভর্তুকি। তেজপাতা চাষীদের জাতীয় ভেষজ উদ্ভিদ পর্ষদের তরফে ৩০ শতাংশ সাবসিডি (subsidy) দেওয়া হবে ৷ 

Latest Videos

আরও পড়ুন-তেজপাতা পোড়ান ১০ মিনিট! নিমেশে ফল পাবেন ম্যাজিকের মতো

আরও পড়ুন-ব্রণ-ট্যান থেকে খুশকি! সমস্ত সমস্যার সমাধান তেজপাতায়, ব্যবহারের পদ্ধতি জানুন

তেজপাতার একটি গাছ থেকে বছরে ৫০০০ টাকা আয় করার সুযোগ থাকে। আপনি যদি তেজপাতার ২৫টি গাছ লাগান তাহলে বছরে ৭৫ হাজার থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা আয় করতে পারবেন ৷ স্বাভাবিকভাবে ব্যবসা যত বাড়বে আপনার আয়ও তত বাড়বে ৷ শুরুর দিকে আপনাকে একটু খাটতে হবে ৷ কিন্তু যেই গাছ বড় হতে থাকবে আপনার খাটনি কাজে আসতে লাগবে ৷ যখন গাছ বড় হয়ে যাবে তখন কেবল গাছের খেয়াল রাখতে হবে ৷ বলা ভাল গাছ বড় হলে খাটনি কমবে আর আয়ও বাড়বে। 

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury