ডিসেম্বর ত্রৈমাসিকে ইউনিয়ন ব্যাঙ্কের লাভ বৃদ্ধি ৪৯ শতাংশ, মোট লাভ ১০৮৫ কোটি টাকা

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী চলতি কোয়াটারে লাভের পরিমান প্রায় ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় কোয়াটারে  ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাভের পরিমান দাঁড়িয়েছে ১০৮৫ কোটি টাকা। গত বছরের তৃতীয় কোয়াটারের সঙ্গে চলতি কোয়াটারের মধ্যে লাভের পরিমান হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় ৩০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে উনিয়ন ব্যাঙ্কের লাভের পরিমান। 
 


ডিসেম্বর (December) তৃতীয় কোয়াটারে (3rd Quater) বড়সড় লাভের মুখ দেখল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union Bank Of India)। সোমবার এই ব্যাঙ্কের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সেই প্রকাশিত রিপোর্টের তথ্য অনুযায়ী, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union bank Of India) চলতি কোয়াটারে লাভের পরিমান (Net Profit) প্রায় ৪৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে (Q3 Profit Jumps 49 Persent)। ২০২১ সালের ডিসেম্বর মাসের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত তৃতীয় কোয়াটারে (3rd Quater) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union Bank Of India) লাভের পরিমান দাঁড়িয়েছে ১০৮৫ কোটি টাকা। উল্লেখ্য, গত বছরের তৃতীয় কোয়াটারের (Last Year 3rd Quater) সঙ্গে চলতি কোয়াটারের মধ্যে লাভের পরিমান হিসাব করলে দেখা যাচ্ছে প্রায় ৩০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার লাভের পরিসংখ্যান। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ক্ষতির সম্মুখীন হয়েছিল ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। চলতি কোয়াটারে লাভের পরিমান বৃদ্ধি পাওয়ায় মুখে হাসি ব্যাঙ্ক কতৃপক্ষের। ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Union bank Of India) গত বছরের রেগুলেটরি ফাইলিং -এর রিপোর্ট অনুযায়ী, গত কোয়াটারে অর্থাৎ অক্টোবর-ডিসেম্বরে ব্যাঙ্কের মোট আয়ের পরিমান ১৯,৪৫৩.৭৪ কোটি টাকা। আর তার আগের বছর ব্যাঙ্কের মোট আয়ের (Net Income) পরিমাণ ছিল ২০,১০২.৮৪ কোটি টাকা। 

উল্লেখ্য, পরর দুটো কোয়াটারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Union bank Of India) লাভের মুখ দেখায় ব্যাঙ্কের যে আর্থিক ক্ষতির (Financial Crisis) পরিমান ছিল তা এবার কাটুয়ে উঠতে পারবে বলে মনে করা হচ্ছে। বলা বাহুল্য, শুধু লাভের পরিমান বৃদ্ধিই নয়, একইসঙ্গে নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ-র পরিমানও প্রায় ১১.৬২ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। ২০২০ সালের ডিসেম্বর (December Quater) কোয়ার্টারের হিসাব অনুযায়ী ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নন পারফর্মিং অ্যাসেট বা এনপিএ-র পরিমান ছিল প্রায় ১৩.৪৯ শতাংশ। ডিসেম্বরের শেষ দিকে এই ব্যাঙ্কের এনপিএ-র পরিমান ৩.২৭ শতাংশ  পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।  সর্বোপরি ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আনুষঙ্গিক খরচের পরিমাণও বেশ অনেকটাই কমেছে। বর্তমানে সেই পরিমান প্রায় ২,৫৪৯.৫৮ কোটি টাকা, যেখানে গত বছর আনুষঙ্গিক খরচের পরিমাণ ছিল ৫,২১০.৫০ কোটি টাকা। সুতরাং খরচের পরিমান কমে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। 

Latest Videos

আরও পড়ুন-RBI Rules-আর্থিক স্থিতি ঠিক নেই নগর আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের,টাকা তোলায় নিষেধাজ্ঞা জারি আরবিআইয়ের

আরও পড়ুন-আকর্ষণীয় সুদের হারে সিনিয়র সিটিজেনদের ভালো রিটার্নের সুযোগ, জেনে নিন এই ৩ সরকারি প্রকল্পের খুঁটিনাটি

আরও পড়ুন-আপনি কি পতঞ্জলির প্রোডাক্ট ব্যবহার করেন, তাহলে আপনার জন্য এসে গেল কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড

সমস্ত দিক বিচার করলে দেখা যাচ্ছে চলতি কোয়াটারে বেশ ভালোই লাভ করেছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অনেক সময়ই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, এই ব্যাঙ্কগুলো নকি একেবারেই লাভের মুখ দেখে না। এই ক্ষেত্রে বলা বাহুল্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে ওঠা ওই অভিযোগকে একপ্রকার নস্যাৎ করে লাভের দিকে এগিয়ে যাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 

Share this article
click me!

Latest Videos

Live: মথুরাপুরে সদস্যতা অভিযান অগ্নিমিত্রা পালের, দেখুন সরাসরি
টাকা 'হজম' করার আগেই ধরে ফেলে খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Awas Yojana
ভাটপাড়ায় প্রোমোটারের 'দাদাগিরি', আতঙ্কে জমির মালিক, কি বলছে পুরসভা! দেখুন | Bhatpara News
'আমি মারা গেলে আমার যেন স্ট্যাচু না হয়' দলের উদ্দেশ্যে বার্তা মমতার
‘সবরমতি রিপোর্ট’ দেখলেন বিজেপির হেভিওয়েটরা! দেখুন কী বার্তা দিলেন সিনেমার ব্যপারে | Sabarmati Report