Veg Market Price-সোমবারে অগ্মিমূল্য সবজি বাজার,টমেটোর দোসর পটল,কিছুটা সস্তা মাংস

সোমবারে চড়া দামে বিকেচ্ছে সবজি। ৮০ টাকা কেজি বিকোচ্ছে পটল। অন্যান্য সবজির দরও বেড়েছে। তবে কিছুটা কমেছে মাংসের দাম। 

শীতের মরশুম মানেই একটু জমিয়ে খাওয়া দাওয়া। কিন্তু সবজি বাজার যখন অগ্নিমূল্য(High Price Of Veg market) তখন কী আর সেটা সম্ভপর হয়ে ওঠে...প্রতিনিয়তই বেড়ে চলেছে সবজির দাম। বাজারে গিয়ে সবজি কিনতে রীতিমতো অস্বস্তিতে পড়ছেন ক্রেতারা। সবজিতে হাত লাগানোই যেন দায়। দীর্ঘ দিন সেঞ্চুরির ঘর থেকে নামেনি টমোটোর দাম(Tomato Price High)। এবার সেই টমেটোর দোসর হয়েছে আলু,পটলের মত নিত্যদিনের প্রয়োজনীয় জিনিসগুলো(Pointed gourd Price Hike)। শীতের মরশুমে বিক্রেতারা বাজার সাজিয়ে বসলেও লাভের আশা কিন্তু সেভাবে দেখছেন না। কারন সবজির এই চড়া দামে ক্রেতাদের একেবারে নাজেহাল অবস্থা। শীতের মরশুমের অন্যতম প্রিয় সবজি পিয়াজকলি-র দামও বেড়েছে বেশ খানিকটা। সেই তুলনায় ফুলকপি, বাঁধাকপি, ওলকপির দাম কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাকে। সপ্তাহের প্রথম দিন থেকেই আকাশছোঁয়া বাজার দর যথেষ্ঠ অস্বস্তিতে পেলে দেন সাধারণ মানুষকে। আপাতত সবজির দাম কমার কোনও আশা নেই বললেই চলে। তাই হাত পুড়িয়েই সবজি কিনতে হবে ক্রেতাদের। একবার দেখে নিন মর্নিং ওয়াক থেকে ফেরার পথে বা বিকেলে অফিস ফেরত সবজি বাজারে(Veg market) যাওয়ার সময় পকেটের ওজন কেমন রাখতে হবে। 

পটল ৮০ টাকা কেজি
টমেটো -৯০ টাকা থেকে ১০০ টাকা কেজি
ফুলকপি - ১৫ টাকা থেকে ২৫ টাকা পিস
বাঁধাকপি - ২৫ টাকা থেকে ৩০ টাকা কেজি
চন্দ্রমুখী আলু - ২৫ থেকে ২৭ টাকা
জ্যোতি আলু - ২১ থেকে ২২ টাকা কেজি

Latest Videos

আরও পড়ুন-Potato Price Hike: প্রবল বর্ষণে ডুবে অর্ধেক জমি, খুচরো বাজারে হু হু করে বাড়ছে আলুর দাম

আরও পড়ুন-Farmers of WB: নিম্নচাপের ভ্রকূটি কেটে সূর্যের দেখা মিলতেই জমা জলে ফসলের পচন শুরু, মাথায় হাত কৃষকদের

আরও পড়ুন-Cauliflower Price-বেশ খানিকটা দাম কমেছে ফুলকপির,১২ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন এই সবজি

তাহলে বুঝতেই পারছেন বাজার দরের গ্রাফটা ঠিক কীহারে বাড়ছে। নিত্যদিনের ন্যূনতম প্রয়োজন আলুর দামও এখন আকাশছোঁয়া।সবজির বাজার দরের বর্তমান পরিস্থিতিতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্ত থেকে নিম্নমধ্যবিত্তের। সবজির আগুণ দামের সঙ্গে তুলনা করলে কিছুটা স্বস্তি রয়েছে মাছ বাজারে। রুই-কাতলার মতো মাছের দাম রয়েছে কিছুটা নাগালের মধ্যে। অন্যদিকে রবিবার ছুটির সকালে মাংস বিকিয়েছে বেশ চড়া দামে। প্রায় ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে মাংস। তবে সপ্তাহের প্রথম দিন সোমবারের সকালে বেশ খানিকটা কমেছে মাংসের দাম। আপাতত কয়েকদিন মাংসের দামে পরিবর্তন হবে না বলে মনে করা হচ্ছে। তাহলে দেখে নিন মাংসের দাম কেমন থাকছে। 

চিকেনের দাম - ১৭০ থেকে ১৯০ টাকা কেজি
গোটা মুরগি - ১৩০ টাকা কেজি
মটন - ৬৭০থেকে ৭০০ টাকা কেজি

চলতি সপ্তাহে  বাজারে যাওয়ার আগে এই দরটা অবশ্যই মাথায় রাখবেন কিন্তু। সবজির বাজার অগ্নিমূল্য হলেও মাংসে কিন্তু মন মজতে পারে সাধারণ মানুষের। 

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন