২৪ নভেম্বর রাত ১২ টার পরই ভোডাফোন আইডিয়ার প্রিপেড প্ল্যানে পরিবর্তন। সমস্ত রিচার্জ প্ল্যানে বাড়ছে দাম।
কাউন্ডডাউন বিগিংস। না, বিশেষ কোনও অফার শুরুর খবর নয়। বরং একটু চিন্তারই বিষয়। আসলে বুধবার রাত পোহালেই বেড়ে যাচ্ছে ভোডাফোন আইডিয়ার(Vi) প্রিপেডের(Prepaid Plan) মূল্য। অর্থাৎ রাত ১২ টা পর্যন্ত পুরনো প্রিপেড প্ল্যানের(Prepaid Plan) রিচার্জ (Recharge)উপলোব্ধ হবে গ্রাহকদের জন্য। ২৫ নভেম্বর(25th Nov), বৃহস্পতিবার(Thursday) থেকে নতুন দাম ধার্য করা হয়েছে ভোডাফোন আইডিয়ার প্রিপেড প্ল্যান(Prepaid Plan)। যদি আগামীকাল আপনার ফোন রিচার্জের প্ল্যান করে থাকেন তাহলে এই মুহুর্তেই সেটি বদলে ফেলুন আর অনলাইন রিচার্জ পরিষেবা বা অন্য কোনও উপায়ে পুরনো রিচার্জ প্ল্যান উপভোগ করুন। শীঘ্রই সেরে ফেলুন ২৮, ৫৬ বা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান। বুঝতেই পারছেন মাসের শেষেই খরচের অঙ্কটা বেশ খানিকটাই বাড়তে চলেছে। সম্প্রতি রিচার্জ প্ল্যানের দাম বাড়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এয়ারটেলের (Airtel)তরফে। এবার সেই একই পথে অনুসরণ করতে চলেছে ভোডাফোন-আইডিয়াও (Vi)(Vi)। ২৫ নভেম্বর(25th Nov) থেকে বাড়ছে ভি-এর প্ল্যানের দাম। ভোডাফোন আইডিয়া লিমিটেডের(Vodafone Idea Limited)বেসিক প্যাক ৭৯ টাকার পরিবর্তে শুরু হবে ৯৯ টাকা থেকে। বুঝতেই পারছেন,একলাফে বেশ অনেকটাই দামী হচ্ছে ভোডাফোন আইডিয়া প্রিপেড প্ল্যান(Vi Prepaid Plan)।
আরও পড়ুন-Airtel Recharge- মাথায় হাত Airtel গ্রাহকদের, ২৬ নভেম্বর থেকে ২৫ গুণ বৃদ্ধি পেতে পারে রিচার্জের দাম
এক নজরে দেখে নিন,ভোডাফোন আইডিয়ার নতুন প্রিপেড প্ল্যানটা ঠিক কিরকম হতে চলেছে। সর্বাধিক ব্যবহৃত দৈনিক ১.৫ GB ডেটার ২৪৯ টাকার প্যাকের দাম বেড়ে হবে ২৯৯ টাকা। ভ্যালিডিটিতে কিন্তু কোনও পরিবর্তন আসছে না। আগের মতোই ২৮ দিনের প্যাকই থাকবে ভোডাফোন আইডিয়ার প্রিপেড প্ল্যানে। ১ জিবি ডেটা প্যাকের জন্য আগের ২১৯ টাকার পরিবর্তে ২৬৯ টাকা খরচ করতে হবে। ২৯৯ টাকার ২GB ডেটা প্যাকের ভ্যালিডিটি ২৮ দিন। ২৫ নভেম্বর থেকে দাম বেড়ে হচ্ছে ৩৫৯ টাকা। ৪৪৯ টাকার প্যাকে ৫৬ দিন ধরে প্রতিদিন ২GB করে ডেটা মিলত। এখন একই প্যাকের জন্য খরচ করতে হবে৫৩৯ টাকা । ৫৬ দিনের ১.৫ GB ডেটা প্যাকের জন্য ৩৯৯ টাকার পরিবর্তে দিতে হবে ৪৭৯ টাকা। ৮৪ দিনের প্ল্যানে প্রতিদিন ১.৫ GB ডেটা প্যাকের দাম ছিল ৫৯৯ টাকা। ২৫ নভেম্বর থেকে সেটা বেড়ে হতে চলেছে ৭১৯ টাকা। ৮৪ দিনের প্রতিদিন ২GB ডেটা প্যাকটির দাম এতদিন ৬৯৯ টাকা ছিল। ২৫ নভেম্বর থেকে সেটি বেড়ে ৮৩৯ টাকা হবে। ১,৪৯৯ টাকার বার্ষিক প্যাকে এখন ২৪GB ডেটার জন্য ১,৭৯৯ টাকা খরচ হবে। আরেকটি বার্ষিক প্যাক যেটা আগে ছিল ২৩৯৯, ২৫ নভেম্বর থেকে সেটি হতে চলেছে ২৮৯৯।