Gold Price Today-সাধ্যের মধ্যে সাধারণের সোনা কেনায় অস্বস্তি, বিয়ের মরশুমের আগেও উর্ধ্বমুখী সোনার দাম

কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৮৬০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দাম পৌঁছেছে ৪৯ হাজার ৫৬০ টাকায়।

Kasturi Kundu | Published : Jan 12, 2022 4:48 AM IST

সোনালি ধাতুর দাম (Gold Price)প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা বলতে হয়, আর সেটা হল সোনার দাম সেই অব্যাহতই রয়েছে। সোনা কিনতে মোটেই খুব একটা স্বচ্ছন্দ্য বোধ করবে না আম ক্রেতা। দরজায় কড়া নাড়ছে বিয়ের মরশুম।  করোনার দাপটে বিয়ের প্রিপ্ল্যানে বেশ কিছু পরিবর্তন আনাতে হবে। কোভিডবিধির নতুন নিয়ম অনুসারে ৫০ জনের বেশি নিমন্ত্রিতর সংখ্যা হওয়া কোনওভাবেই বাঞ্ছনীয় নয়। একাধারে এই বিষয়টি যেমন প্রভাব ফেলছে বিয়ের মরশুমে ঠিক তেমনই সোনার দামের উর্ধ্বমুখী (Gold price Today) পারদও সাধারণের কপালে ফেলছে চিন্তার ভাঁজ। একটানা দীর্ঘদিন সোনার দামে কোনও পরিবর্তন নেই। বিয়ের মরশুমের আগে সোনালি ধাতুর দামে কোনও পতন না থাকা যথেষ্ঠ চাপ বাড়াচ্ছে সাধারণের। আসুন জেনে নেওয়া যাক ১২ জানুয়ারি গোটা ভারত জুড়ে সোনার দাম কোথায় পৌঁছেছে। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৪৬ হাজার ৫৯০ টাকা। গতকালের থেকে দাম কমেছে ২০ টাকা। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দাম হয়েছে ৪৮ হাজার ৫৯০ টাকা। ২৪ ক্যারেট সোনার দামও গতকালের চেয়ে ২০ টাকা দাম কমেছে। 

ভারতে যখন সোনার দামের গ্রাফ উর্ধ্বমুখী, তখন স্বাভাবিকভাবেই সোনার দাম খুব একটা স্বস্তি দেবে না কলকাতাবাসীকেও। বলা বাহুল্য, কলকাতাতেও একটানা দীর্ঘদিন সোনার দাম প্রায় অব্যাহতই রয়েছে বলা চলে। বিয়ের মরশুম শুরুর আগে সোনা কেনা নিয়ে চিন্তিত খাস তিলোত্তমা বাসীও (Gold Price Today In Kolkata)। সোনার দাম প্রায় ৫০ হাজারের আশেপাশেই ঘোরাফেরা করছে। আসুন তাহলে জেনে নেওয়া যাক ১০ জানুয়ারি সোনার দাম কলকাতাবাসীকে ঠিক কতটা অস্বস্তিতে ফেলছে। আজ কলকাতায় প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৪৬ হাজার ৮৬০ টাকা। গতকালের থেকে মাত্র ১০ টাকা দাম কমেছে ২২ ক্যারেট সোনার। অন্যদিকে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনালি ধাতুর দাম পৌঁছেছে ৪৯ হাজার ৫৬০ টাকা। উল্লেখ্য, ২৪ ক্যারেট সোনার দামেও মাত্র ১০ টাকার পতন ঘটেছে। তাহলে বুঝতেই পারছেন সাধ্যের মধ্যে সাধারণের সোনা কেনাটা যথেষ্ঠ চাপ সৃষ্টি করছে

আরও পড়ুন-Gold Price Today-কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে বিয়ের মরশুম,তার আগেও সোনার দামে স্বস্তি পেল না মধ্যবিত্ত

আরও পড়ুন-Gold Price Today-বিয়ের মরশুমের আগেও পতন নেই সোনার দামে,দেখুন আজ কলকাতায় সোনার দর কত

আরও পড়ুন-Gold Price Today-নতুন বছরের দ্বিতীয় শনিবারেও স্বস্তি নেই সোনার দামে, গয়না কিনতে পকেটে টান মধ্যবিত্তের

চটজলদি সোনার দাম জানতে হয় তাহলে মিস কল দিন 8955664433-এই নম্বরে। আজকাল যখন সব রকম কাজই ঘরে বসে করার সুবিধা রয়েছে, তাহলে সোনার দাম জানার কাজটাও ঘরে বসেই করে ফেলুন। এই নম্বরে মিস কল দিলে আপনার কাছে একটি ম্যাসেজ চলে আসবে। তারপরই আপনি জেনে নিতে পারবেন আজকের সোনার লেটেস্ট দাম।  সোনার কেনার সময় সোনার বিশুদ্ধতা নিয়ে একটা বড় প্রশ্ন জাগে ক্রেতার মনে। সেই সংশয় দূর করতে রয়েছে BIS Care app ।  সরকার অনুমোদিত এই অ্যাপের দ্বারা আপনি সহজেই সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়ার সুযোগ পাবেন। সেই সঙ্গে যদি কোনও অভিযোগ জানানোর কোনও বিষয় থাকে সেগুলোও জানাতে পারবেন। যদি হলমার্ক সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে এই অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। 

 

Share this article
click me!