AIIMS Deogarh Faculty Recruitment 2022- ১২০ শূন্যপদে অধ্যাপক, সহকারী অধ্যাপক নিয়োগ করবে এই প্রতিষ্ঠান

আগ্রহীরা ওয়েবসাইট aiimspatna.org থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে

শতাব্দী কর, প্রতিবেদক- বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল দেওঘরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Sciences)। প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতি সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ফ্যাকাল্টি (Faculty) পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইট aiimspatna.org থেকে আবেদন করত পারবেন। কারা কোন পদে আবেদনের যোগ্য সে বিষয়ে বিস্তারিত বিবরণ রইল এখানে
 
AIIMS Deoghar Faculty Recruitment 2022: আবেদনের তারিখ
বিজ্ঞপ্তি সূত্রে জানা গিয়েছে, উল্লিখিত পদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের আগামী ৩০ দিনের মধ্যে আবেদনপত্র জাম দিতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র জমা করত হবে। অন্য কোনও সূত্র মারফৎ প্রেরিত আবেদনপত্র গ্রহণযোগ্য নয়। প্রতিষ্ঠান নিয়োগ সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন করলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। ভারতের যে কোনও প্রান্তের প্রার্থীরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে সক্ষম।
AIIMS Deoghar Faculty Recruitment 2022: নিয়োগ সংক্রান্ত তথ্য
প্রতিষ্ঠানের নাম: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Sciences)
পদের নাম: ফ্যাকাল্টি
শূন্যপদের সংখ্যা: ১২০টি
শূন্যপদের বিবরণ-
অধ্যাপক: ২৮টি পদ
অতিরিক্ত অধ্যাপক: ২৩টি পদ
সহযোগী অধ্যাপক: ২৪টি পদ
সহকারী অধ্যাপক: ৪৫টি পদ
AIIMS Deoghar Faculty Recruitment 2022: বয়সসীমা
প্রফেসর/অতিরিক্ত অধ্যাপক:- জমা দেওয়ার তারিখ অনুযায়ী ৫৮ বছরের বেশি নয়।
সহযোগী অধ্যাপক/ সহকারী অধ্যাপক: -শেষ তারিখ অনুযায়ী ৫০ বছরের বেশি নয়।
অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী বয়সের ঊর্ধ্ব সীমা নির্ধারণ করা হবে।
প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বয়সের ঊর্ধ্ব সীমা ভারত সরকারের বিদ্যমান নিয়ম অনুযায়ী হবে।
সরাসরি নিয়োগের ভিত্তিতে আবেদনকারী বিভিন্ন বিভাগে বয়স শিথিলকরণ অনুমোদিত:-
১. SC/ST ৫ বছর
২. ওবিসি ৩ বছর
৩. প্রতিবন্ধী ৫ বছর
৪. DoPT নির্দেশ অনুযায়ী সরকারী কর্মচারী ৫ বছর
৫. প্রাক্তন সেনা সদস্য ৫ বছর
AIIMS Deoghar Faculty Recruitment 2022: বেতনক্রম
প্রফেসর গ্রুপ এ- PB-4 (৩৭,৪০০-৬৭,০০০) সাথে ১০,৫০০ টাকার AGP (প্রাক-সংশোধিত) লেভেল-14-A (১,৬৮,৯০০-২,২০,৪০০ টাকা)। 
অতিরিক্ত অধ্যাপক গ্রুপ এ- PB-4 (৩৭,৪০০-৬৭,০০০) সাথে AGP ৯,৫০০ টাকা (প্রাক-সংশোধিত) লেভেল-13-A2+ (১,৪৮,২০০-২,১১,৪০০ টাকা)।
অ্যাসোসিয়েট প্রফেসর গ্রুপ এ- PB-4 (৩৭,৪০০-৬৭,০০০) সাথে AGP ৯,০০০ টাকা (প্রাক-সংশোধিত) লেভেল-13-Al+ (১,৩৮,৩০০-২,০৯,২০০ টাকা)।
সহকারী অধ্যাপক গ্রুপ এ- PB-3 (১৫,৬০০-৩৯,১০০) সাথে AGP ৮,০০০ (প্রাক-সংশোধিত) লেভেল-12 (১,০১,৫০০-১,৬৭,৪০০ টাকা)।
AIIMS Deoghar Faculty Recruitment 2022: আবেদনের যোগ্যতা
প্রার্থীরা এখানে উপলব্ধ বিস্তারিত বিজ্ঞপ্তির https://www.aiimsdeoghar.edu.in/Content/resources/document/Recruitment/Advt.%20Faculty%20Recruitment%2007.01.2022%20(1)_202201171607655.pdf  মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা জানতে পারেন।
AIIMS Deoghar Faculty Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ও ওবিসি প্রার্থীদের অ-ফেরতযোগ্য আবেদন ফি হিসেবে ১৫০০ টাকা দিতে হবে। এবং SC/ST/EWS প্রার্থীদের ১২০০ টাকা দিতে হবে।
PWD প্রার্থীদের ফি মকুব করা হয়েছে। 
UR আসনের জন্য আবেদনকারী SC/ST/EWS প্রার্থীদের ১৫০০ টাকা দিতে হবে।
প্রার্থীরা ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং ব্যবহার করে আবেদন পোর্টালে উপলব্ধ অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে উপরোক্ত আবেদন ফি জমা দিতে পারেন।
AIIMS Deoghar Faculty Recruitment 2022: আবেদন পদ্ধতি
AIIMS দেওঘর নিয়োগের জন্য অনলাইনে আবেদন করার পদক্ষেপ:
AIIMS দেওঘরের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
‘Recruitment Tab’ অপশনে ক্লিক করুন।
প্রদত্ত পোস্টের জন্য শূন্যপদগুলিতে ক্লিক করুন।
‘Online Application’-এ ক্লিক করুন।
‘New User’-এ ক্লিক করুন এবং নিজের নাম রেজিস্ট্রি করুন।
সমস্ত প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
ফাইনাল সাবমিশনে ক্লিক করুন।
ভবিষ্যতের জন্য আবেদনের একটি প্রিন্ট আউট নিন।

আরও পড়ুন: নৈনিতাল ব্যাংঙ্ক-এ মেগা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন

Latest Videos

আরও পড়ুন: SBI SCO Recruitment 2022- কর্মী নিয়োগ এসবিআই-এ, আজই আবেদন করুন

আরও পড়ুন: CSIR CEERI Recruitment 2022- বিভিন্ন শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল সেন্ট্রাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

Share this article
click me!

Latest Videos

সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
মাত্র এক মাসের সংসার! যৌতুক না দিতে পারায় এইরকম পরিণতি, শুনলে আঁতকে উঠবেন | South 24 Parganas News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari