ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদন করতে পারবেন

Published : Dec 31, 2025, 09:39 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল) ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি অফিসার-১ পদে মোট ১১৯ জন কর্মী নিয়োগ করছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে ৯ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ। অস্থায়ী কর্মী নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)। নিয়োগ হবে দুটি পদে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ। কারা করতে পারবেন আবেদন। বছর শেষে বিজ্ঞপ্ত এল প্রকাশ্যে।

শূন্যপদ

সংস্থায় ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি অফিসার-১ পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ আছে ১১৯টি। সংস্থার ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এবং ফিন্যান্স বিভাগে কাজের সুযোগ পাবেন। পোস্টিং হবে শিলং, জম্মু কাশ্মীর, লেহ লাদাখ, দিল্লি-সহ দেশেরে বিভিন্ন অঞ্চলে।

ট্রেনি ইঞ্জিনিয়ারদের প্রথম দু-বছরের জন্য সংস্থায় কাজ করতে হবে। এরপর সেই মেয়াদ বাড়বে শর্তসাপেক্ষে। ট্রেনি অফিসারদের কাজের মেয়াদ যদিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। উভয় পদে নিযুক্তদের বেতন হবে মাসে ৩০ হাজার।

বয়সের সীমা

অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারেন এই পদের জন্য। সংরক্ষিতদের জন্য আছে বিশেষ ছাড়। সংস্থায় ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি অফিসার-১ পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ আছে ১১৯টি। তাই আপনার এই সকল যোগ্যতা থাকলে আজই আবেদন করুন।

যোগ্যতা

ট্রেনি ইঞ্জিনিয়ার-১ পদে আবেদন করতে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং-র কোনও বিষয় বিটেক, বিই, বিএসসি ডিগ্রি থাকতে হবে। ট্রেনি অফিসার পদের জন্য আছে ভিন্ন মাপকাঠি। বিস্তারিত জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

নিয়োগ পদ্ধতি

শীঘ্রই হবে নিয়োগ। ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি অফিসার-১ পদে ১১৯ জন নিয়োগ করবে এই সংস্থা। ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ চাকরি পেতে হলে কয়েকটি ধাপ পার করতে হবে। এই সংস্থায় কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। অনলাইনে করতে হবে আবেদন। আগ্রহীরা বিজ্ঞাপনে দেওয়া কিউআর কোড-এ গিয়ে নিজের নাম নথিভুক্ত করান। সংরক্ষিত শ্রেণিভুক্তরা বাদে বাকিদের জমা দিতে হবে ১৫০ টাকা। আগামী ৯ জানুয়ারি রেজিস্ট্রেশনের শেষ দিন। এরপর ১১ জানুয়ারি বিজ্ঞপ্তিতে উল্লিখিত স্থানে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণেরাই সংস্থায় কাজের সুযোগ।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ai এর জাদুতে মহাকাশ জয়! ১৫ লক্ষ মহাজাগতিক বস্তুর আবিষ্কারে নাসার ডাক ছাত্রকে
ব্যাঙ্কে ৪০০ শূন্যপদ, দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ, কারা আবেদনযোগ্য?