এয়ারপোর্টে চাকরির সুযোগ, জানুন আবেদনের শেষ তারিখ কবে, রইল বিস্তারিত তথ্য

Published : Mar 28, 2025, 09:50 AM IST
airport authority of india

সংক্ষিপ্ত

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-তে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২০টি শূন্যপদে ৬৫ বছর পর্যন্ত প্রার্থীরা ২ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পড়াশোনা শেষে সঠিক চাকরি পাওয়া বেশ কঠিন। সঠিক চাকরি পেতে কঠিন পরিশ্রম করতে হয় সকলকে। তাতেও অনেক সময় মেলে না চাকরি। বিশেষ করে সরকারি চাকরি পাওয়া দিনে দিনে কঠিন হয়ে গিয়েছে। অধিকাংশ সময়ই চাকরির ফর্ম প্রকাশ পায় না। তেমনই অধিকাংশ সময় চাকরির পরীক্ষা পাশ করা কঠিন হয়ে দাঁড়ায়। এবার এল চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-য় চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এই সংস্থার পক্ষ থেকে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

শূন্যপদ

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-তে হবে কর্মী নিয়োগ। মোট শূন্যপদ রয়েছে ২০টি। কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। চুক্তিভিত্তিক এই পজে নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে এক বছর। নিযুক্তদের কর্মস্থল হবে কলকাতা, মাদুরাই, চেন্নাই-সহ অন্য শহর।

বয়সের সীমা

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-তে ২০ জন কর্মী নেওয়া হবে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হবে অনূর্ধ্ব ৬৫ বছর। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৭৫ হাজার টাকা। আবেদনকারীদের জন্য যোগ্যতার মাপকাঠি জানতে চাইলে সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

আবেদন পদ্ধতি

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-তে আবেদন করতে পারেন অনলাইনে। বিজ্ঞপ্তি মোতাবেক ফরম্যাটে আবেদনপত্র সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডি-তে পাঠিয়ে দিন। আগামী ২ এপ্রিল আবেদনের শেষ দিন। এরপর ইন্টারভিউ-র মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে কর্মী। নিয়োগের শর্তাবলি জানতে চাইলে সবার আগে রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-র ওয়েব সাইট দেখুন।

রাষ্ট্রায়ত্ত সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (এএআই)-তে কাজের জন্য আগ্রহী থাকলে দেরি না করে আবেদন করতে পারেন। কনসালট্যান্ট পদে হবে নিয়োগ। দেরি না করে আবেদন করে ফেলুন। 

PREV
click me!

Recommended Stories

এই মাসেই একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধাতালিকা, ফেব্রুয়ারিতে স্কুলে স্কুলে নতুন টিচার?
HOCL Vacancy 2026: হিন্দুস্তান অর্গানিক কেমিক্যালস লিমিটেডে নিয়োগ! আগ্রহী প্রার্থীরা দ্রুত আবেদন করুন