Bank Job: ইউনিয়ন ব্যাঙ্কে চাকরির সুযোগ, শূন্যপদ ২৫০টি, দেখে নিন কারা আবেদনযোগ্য

Published : Aug 08, 2025, 09:55 AM IST
Union Bank of India Recruitment 2025

সংক্ষিপ্ত

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ২৫০ টি ওয়েলথ ম্যানেজার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ২৫ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ব্যাঙ্কে। ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)- এ একাধিক পদে হবে নিয়োগ। শূন্যপদ আছে ২৫০ টি। এই মর্মে প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ আছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন পদ্ধতি।

শূন্যপদ

প্রকাশ্যে এল ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-এ নিয়োগের বিজ্ঞপ্তি। ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজার পদে হবে নিয়োগ। শূন্যপদ রয়েছে ২৫০টি। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের ২ বছরের প্রোবশন-এ রাখা হবে। নিযুক্তদের বেতন কাঠামো হবে মাসে ৬৪,৮২০ থেকে ৯৩,৯৬০ টাকা।

বয়সের সীমা

২৫০ জন নিয়োগ হবে ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজার পদে। ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে আপনার বয়স হলে আবেদন করতে পারবেন।

যোগ্যতা

ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজার পদে হবে নিয়োগ। এই পদে আবেদন করতে প্রয়োজন নির্দিষ্ট যোগ্যতা। যে কোনও সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের এমবিএ বা এমএমএস বা পিজিডিবিএ বা পিজিডিবিএম বা পিজিপিএম বা পিজিডিএম ডিগ্রি থাকতে হবে। সঙ্গে নূন্যতম ৩ বছরের পেশাগত যোগ্যতা থাকতে হবে। একই ভাবে বাকি পদের জন্যও রয়েছে মাপকাঠি।

নিয়োগ পদ্ধতি

শীঘ্রই ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-এ হবে নিয়োগ। ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজার পদে হবে নিয়োগ। প্রায় ২৫০ জন কর্মী নিয়োগ করবে এই ব্যাঙ্ক। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য প্রার্থীদের প্রথম যোগ্যতা যাচাই করা হবে। তারপর অনলাইনে হবে পরীক্ষা। এরপর গ্রুপ ডিসকাসশন এবং ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ।

আবেদনের দিন

সদ্য প্রকাশ্যে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক ইন্ডিয়া (ইউবিআই)-এ নিয়োগের বিজ্ঞপ্তি। এই পদে আবেদনের জন্য যোগ্যতা ও বয়সের নির্দিষ্ট মাপকাঠি আছে।  ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে আপনার বয়স হলে আজই আবেদন করুন। ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে মিলবে বিজ্ঞপ্তি। সেখান থেকে জানতে পারবেন বিস্তারিত। দেরি না করে আবেদন করুন। বিশাল সুযোগ আসছে সকলের জন্য। এবার নিয়োগ করবে ইউবিআই। 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কর্মী নিয়োগ করবে RBI, ৫৭২টি শূন্যপদে হবে নিয়োগ, জেনে নিন কারা আবেদন করবেন
JEE Main 2026 Session 1 Exam: সরস্বতী পুজোর দিন রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে না, নতুন তারিখ কবে?