ইন্টেলিজেন্স ব্যুরো-তে কর্মী নিয়োগ, শূন্যপদ ৩৬২-টি দেখে নিন কারা আবেদনযোগ্য

Published : Nov 25, 2025, 09:55 AM ISTUpdated : Nov 25, 2025, 10:35 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

কেন্দ্রীয় সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) মাল্টিটাস্কিং স্টাফ (জেনারেল) পদে ৩৬২ জনকে নিয়োগ করছে। কলকাতা, শিলিগুড়ি-সহ দেশের বিভিন্ন শহরে এই নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের বেতন হবে ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকার মধ্যে।

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে ইন্টেলিজেন্স ব্যুরো-তে। আইবি নিয়োগ করবে একাধিক পদে। সদ্য এই মর্মে প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। কলকাতা-সহ বিভিন্ন শহরে হবে নিয়োগ। সদ্য মন্ত্রকের নিজস্ব ওয়েবসাইটে এল বিজ্ঞপ্ত প্রকাশ পেয়েছে। সবার আগে প্রকাশ্যে আসা সেই বিজ্ঞপ্তি দেখে নিন। এই পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। শীঘ্রই হবে নিয়োগ। 

শূন্যপদ

কেন্দ্রীয় সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো-তে হবে নিয়োগ। নিয়োগ হবে মাল্টিচাস্কিং স্টাফ (জেনারেল) পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ আছে ৩৬২টি। নিযুক্তদের কলকাতা ছাড়াও পাটনা, রায়পুর, শিলিগুড়ি, গুয়াহাটি, চেন্নাই-এ পোস্টিং দেওয়া হবে। যে কোনও শহরে থেকে কাজ করতে আপত্তি না থাকলে আবেদন করতে পারেন। 

বেতন

নন গেজেটেড, নন মিনিস্টোরিয়াল, গ্রুপ সি পদে হবে নিয়োগ। এই সকল পদে বেতন ১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০। আরও জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। মিলবে কাজের সুযোগ। শীঘ্রই হবে নিয়োগ। প্রায় ৩৬২ জন কর্মী নিয়োগ হবে ইন্টেলিজেন্স ব্যুরো-তে।  দেরি না করে আজই আবেদন করুন।

বয়সের সীমা

এবার নিয়োগ হবে ইন্টেলিজেন্স ব্যুরো-তে। আইবি নিয়োগ করবে একাধিক পদে। এই সকল পদে আবেদনের জন্য আছে বয়সর সীমা। আবেদন করতে হলে আপনার বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪৫ বছরের মধ্যে। তবেই আবেদন করতে পারবেন। মিলবে সরকারি সংস্থায় কাজের সুযোগ। 

আবেদন পদ্ধতি

এবার নিয়োগ হবে ইন্টেলিজেন্স ব্যুরো-তে। আইবি নিয়োগ করবে একাধিক পদে। এই পদে আবেদন করতে পারেন অনলাইনে। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। আবেদনমূল্য ৬৫০ টাকা। আবেদনের শেষ দিন ১৬ ডিসেম্বর। সংস্থার তরফে আয়োজিত টায়ার ১ এবং টায়ার ২ পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। শহরের বিভিন্ন শিক্ষাকেন্দ্রে হবে পরীক্ষা। তাই প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেই অনুসারে আবেদন করুন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে
DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য