
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার পুজোর আগেই মিলবে সরকারি চাকরির সুযোগ। স্কুল শিক্ষক-সহ অন্য পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। নিযুক্তরা পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের বিভিন্ন কয়লাখনি, কর্পোরেট অফিস, পাওয়ার স্টেশন, প্রজেক্ট সাইটগুলোতে কাজের সুযোগ পাবেন। চাকরিপ্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্বর থেকে আবেদন করতে পারবেন।
শূন্যপদ
নিয়োগ হবে একাধিক পদে। শূন্যপদ মোট ৪৯৯টি। নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (পিএস) প্রবেশনার (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টশন), অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল) প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরএ) প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি) প্রবেশনার, সেফটি অফিসার, অপারেশন অ্যান্ড মেন্টেনেন্স সুপারভাইসর প্রবেশনার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) প্রবেশনার, কেমিস্ট প্রবেশনার, ড্রাফটম্যান, অফিস এগজিকিউটিভ, অপারেটর/ টেকনিশিয়ান প্রবেশনার, অ্যাসিস্ট্যান্ট টিচার (হাই স্কুল), লাইব্রেরিয়ান।
যোগ্যতা
স্কুল শিক্ষক-সহ অন্য পদমর্যাদায় কর্মী নিয়োগ করবে রাজ্যের বিদ্যুৎ উন্নয়ন পর্ষদ বা ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিযুক্তদের সংস্কৃত, এডুকেশন, ইংরেজি, জীবনবিদ্যা, গণিত, ইতিহাস, শারীরশিক্ষা, বাংলা, ভুগোল, পদার্থবিদ্যা, রসায়ন এবং দর্শন পড়ানোর সুযোগ মিলবে। তাদের সংশ্লিষ্ট বিষয় স্নাতক হতে হবে।
বয়সের সীমা ও বেতন
অনূর্ধ্ব ৩২ বছর বয়সীরা সমস্ত পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের ক্ষেত্রে আছে ছাড়। পদের ভিত্তিতে ৫৬,১০০ থেকে ১,৬০,৫০০ টাকা বেতন সীমা হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন। সংরক্ষিতদের বাদে বাকিদের আবেদনমূল্য বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে। আগামী ১৩ অক্টোবর আবেদনের শেষ দিন।
নিয়োগ পদ্ধতি
একাধিক পদে হবে নিয়োগ। বিভিন্ন পদের জন্য যোগ্যতা যাচাই করা হবে। কম্পিউটার নির্ভর পরীক্ষা, দক্ষতা পরীক্ষা, ক্লাস ডেমনস্ট্রেশন অথবা ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। এই সকল পদে কাজে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন।