রাজ্যে ৫৫০০ কনস্টেবল নিয়োগ! জানুন আবেদন করবেন কীভাবে, রইল বিস্তারিত

Published : Jan 02, 2026, 09:44 AM IST
UP Police Vacancy 2026

সংক্ষিপ্ত

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশন (HSSC) ৫৫০০টি শূন্যপদে জিডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। উচ্চ মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন, যেখানে নির্বাচিতদের মাসিক বেতন হবে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। 

সরকারি কর্মীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাজ্য সরকারি দফতরে। স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নিয়োগ করে হবে কনস্টেবল। প্রায় ৫৫০০ টি শূন্যপদে হবে নিয়োগ। নিয়োগ হবে হরিয়ানাতে। সেখানের সরকার নিয়োগ করবে।

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এবার হবে নিয়োগ। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। সেখানে জিডি কনস্টেবল পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ আছে ৫৫০০ টি। তার মধ্যে পুরুষদের জন্য আছে ৪৫০০টি এবং মহিলাদের জন্য ৬০০টি শূন্যপদ। তবে, পুরুষ সরকারি রেলওয়ে পুলিশে আরও ৪০০ টি শূন্যপদে নিয়োগ করা হবে।

যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যে কোনও স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। কিংবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এছাড়াও জানতে হবে হিন্দি ভাষা।

বয়সের সীমা

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এবার হবে নিয়োগ। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। সেখানে জিডি কনস্টেবল পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তবে, সংরক্ষিতদের জন্য অবশ্যই আছে বিশেষ ছাড়।

বেতন কাঠামো

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে জিডি কনস্টেবল পদে হবে নিয়োগ। এই পদে চাকরি পেলে প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি

হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনের তরফ ৫৫০০ জন নিয়োগ করবে। কনস্টেবল পদে চাকরি পেতে হলে শারীরিক পরিমাপ পরীক্ষা করা হবে। শারীরিক স্ক্রিনিং পরীক্ষা, লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ।

আবেদন পদ্ধতি

এই পদে আবেদন করতে হলে প্রথমে হরিয়ানা স্টাফ সিলেকশন কমিশনে ওয়েবসাইটে যান। তারপর নতুন আবেদনকারী হলে অবশ্যই রেজিস্ট্রেশন করান। তারপর সকল তথ্য দিন। এবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে তা মেলে সাবমিট করে দিন। আবেদনের শেষ দিন ১১ জানুয়ারি। বিস্তারিত জানতে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

রেলওয়েতে চাকরির সুযোগ! ২২,০০০ শূন্যপদ, ২০২৬-এর এই সুযোগ মিস করবেন না
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড-এ কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদন করতে পারবেন