Job Interview: ঘুমিয়ে ঘুমিয়েই হাজারটি চাকরিতে আবেদন, ৫০টি সংস্থা থেকে ডাকও পেলেন এক যুবক?

এও আবার হয় নাকি? 

মাত্র একমাসের মধ্যেই ৫০টি চাকরির জন্য ইন্টারভিউয়েরও ডাক পেয়ে গেলেন সেই ব্যক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) দৌলতে অবাক করা এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন এক যুবক। তিনি আসলে এমন একটি AI বট তৈরি করেছেন, যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে চাকরির খোঁজ করা সম্ভব হবে বলে দাবি করছেন তিনি।

সম্প্রতি ‘রেডইট’ নামে সোশ্যাল মিডিয়াতে নিজের উদ্ভাবনী অ্যাপ সম্পর্কে একটি পোস্ট করেছেন সেই তরুণ। সেখানে তিনি লিখেছেন, “এই এআই বটটি দিয়ে প্রতিটি চাকরির বর্ণনার সঙ্গে মানানসই সিভি এবং কভার লেটার তৈরি করা যাবে সহজেই। কৃত্রিম মেধার সহায়তায় সেগুলি এমনভাবে তৈরি করা হয়েছে যে, নিয়োগকারীদের নজরে আসার সম্ভাবনা আরও বেশি করে বৃদ্ধি পাবে।”

Latest Videos

আসলে এই বটটি কোনও সাহায্য ছাড়াই একা একা কাজ করতে পারে। এমনকি নিয়োগকারীর থেকে কোনও প্রশ্ন এলেও নিজে থেকেই তার উত্তর পাঠিয়ে দেবে AI বটটি। এমনকি, কেউ চাইলে ঘুমিয়ে ঘুমিয়েই চাকরির আবেদন করতে পারেন এটির সাহায্যে। এমনটাই দাবি করছেন ওই যুবক।

শুধু তাই নয়, সাবজেক্ট তৈরি এবং লেখালেখির জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পর থেকেই কার্যত, অনেকেই এউ ব্যবস্থার উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই এই পোস্ট দেখে অনেকেই মন্তব্য করেছেন, “এই পদ্ধতিটি অবিশ্বাস্যভাবে কার্যকর।”

তবে আবার অনেকে কৃত্রিম বুদ্ধিমত্তার অতিরিক্ত প্রয়োগ দেখে চাকরি খোয়ানোর আশঙ্কাও করেছেন। তারা লিখেছেন, AI-এর প্রয়োগ খুব বেশি হলে তা কাজের পরিবেশে যথেষ্ট প্রভাব ফেলবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'আমাকে রক্তাক্ত করল মমতার পুলিশ' বেলগাছিয়ায় আহত শুভেন্দু! | Suvendu Adhikari Belgachia visit
'দিলীপ দা যা বলেছে ঠিক বলেছে', Dilip Ghosh এর পাশে দাঁড়িয়ে বিরোধীদের হুঙ্কার Suvendu Adhikari-র
‘সিভিক ভলান্টিয়ার তো সামনে, আসল রাঘব বোয়াল কে?’ RG Kar কাণ্ডে Adhir Ranjan Chowdhury-র তীব্র তোপ
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest