দুর্দান্ত কাজের সুযোগ এই সেক্টরে! তৈরি হচ্ছে ২৪ লক্ষ শূন্যপদ, কীভাবে আবেদন করবেন?

আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকেই ৪০ হাজার কর্মী নিয়োগ করেছে কুইক কমার্স কেন্দ্রীক সংস্থাগুলি। পারদর্শীতা অনুযায়ী সঠিক বেতন।

দুর্দান্ত খবর চাকরিপ্রার্থীদের জন্য। একটি সেক্টরে নতুন করে বাড়ছে চাকরির পরিমাণ। ২০২৭ সালের মধ্যে ভারতে এই সেক্টরে তৈরি হবে ২৪ লক্ষ নতুন চাকরি। জানা গিয়েছে আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকেই ৪০ হাজার কর্মী নিয়োগ করেছে কুইক কমার্স কেন্দ্রীক সংস্থাগুলি। পারদর্শীতা অনুযায়ী সঠিক বেতন। এমনকি, উৎসবের সময় চমকপ্রদ বোনাস ও নানা ধরণের গিফ্ট দিয়ে থাকে এই সংস্থাগুলি। যা যে কোনও হোয়াইট কলার জব সেক্টরকেও মাত দেবে।

ব্লু কলার সেক্টরে বাড়ছে কর্মীর ঘাটতি। নেই স্কিল ওয়ার্কার। যার জেরে বেশির ভাগ শিল্প কারখানায় অল্প সংখ্যক লোকেই চলছে কাজ। সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, লক্ষ লক্ষ নতুন চাকরি তৈরি হতে চলেছে কুইক কমার্স সেক্টরে।

Latest Videos

কারা হতে পারবেন ব্লু কলার কর্মী?

যে সকল কাজ বুদ্ধি বা মেধার পরিবর্তে শারীরিক শ্রম দিয়ে করতে হয় সেগুলিকেই ব্লু কলা জব বলে। এক্ষেত্রে পারদর্শী কর্মীদেরই এই সেক্টরে চাহিদা বেশি।

আয় কেমন হবে?

মেধা খরচ না হওয়ার জেরে হোয়াইট কলার জবের তুলনায় আয়টা সামান্য কমই হয়। কিন্তু একদমই কম নয়। মাসিক বেতন-সহ একাধিক আর্থিক সুবিধা নিয়ে গড়ে ২০ থেকে ২২ হাজার টাকা অবধি একজন আয় করতে পারবে এই পেশায়।

কোন সময়ে বাড়ে কুইক কমার্সের চাহিদা?

মূলত উৎসবে মরসুমে কুইক কমার্সের কর্মী চাহিদার বৃদ্ধি ঘটে। গিগ ওয়ার্কার হিসাবে এই কর্মীদের নিয়ে থাকে সংস্থাগুলি। মূলত, ওয়ার হাউজে সামগ্রীর হিসাব রাখা, ডেলিভারি বয়দের দায়িত্ব বন্টন করা, লজিস্টিকসের কাজ, এই সবই মূলত করতে হয় এই ব্লু কলার বা কুইক কমার্সের কর্মীদের।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘Hindu-দের কষ্টের সময় Mamata Banerjee-র চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা Dilip Ghosh-এর
Suvendu Adhikari : 'ক্ষমতায় এলেই জঙ্গি মুক্ত বাংলা গড়ব' হাওড়ার জনসভা থেকে হুঙ্কার শুভেন্দুর
Suvendu Adhikari : 'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে', মন্তব্য শুভেন্দু অধিকারীর
Suvendu Adhikari Live : আসানসোলে মেগা জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla