
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-তে কর্মী নিয়োগ: চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার নিয়োগ হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-তে। কাজের সুযোগ পাবেন বহু প্রার্থী। এই এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India AAI)-তে কর্মসংস্থানের বড় সুযোগ নিয়ে এল। পুরুষ ও মহিলার উভয় আবেদন করতে পারবেন এই পদের জন্য।
শূন্যপদ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India AAI)-তে শীঘ্রই হবে নিয়োগ। নিয়োগ হবে এয়ার কন্ট্রোল কন্ট্রোলার (জুনিয়র এক্সিকিউটিভ) পদে। এমনই উল্লেখ আছে প্রকাশ্যে আসা বিজ্ঞাপনে।
আবেদন পদ্ধতি
যোগ্য ও ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India AAI)-র পক্ষ থেকে শূন্যপদে আবেদন জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে, ২৫ এপ্রিল থেকে আবেদন করা যাবে এয়ার কন্ট্রোল কন্ট্রোলার (জুনিয়র এক্সিকিউটিভ) পদের জন্য। আবেদন করতে সবার আগে দেখুন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-র ওয়েব সাইট। aai.aero লিঙ্কে ক্লিক করতে পারেন। সেখানে পর পর পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিবরণ-
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া প্রায় ৩০৯ জন নিয়োগ করবে। ১২৫টি অসংরক্ষিত শ্রেণীর জন্য, ৩০টি EWS-র জন্য, ৭২টি OBC (NCL)-র জন্য, ৫৫টি SC-র জন্য এবং ২৭টি ST-র জন্য সংরক্ষিত। আবেদনের আগে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে নিয়ে তবেই আবেদন করুন।
যোগ্য়তা
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া-তে নিয়োগ হবে বিপুল পরিমাণে। এয়ার কন্ট্রোল কন্ট্রোলার (জুনিয়র এক্সিকিউটিভ) পদে আবেদন করতে হবে প্রয়োজন নির্দিষ্ট যোগ্যতার। স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে বি.এসসি (পদার্থবিদ্যা এবং গণিত সহ) অথবা বি. টেক/ বি. ই ডিগ্রি অর্জন করেছেন সেই সমস্ত আবেদনকারীরাই এই পদে আবেদন করতে পারবেন।
বয়সের সীমা
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (Airport Authority Of India AAI)-র পক্ষ থেকে শূন্যপদে আবেদন জারি করা হয়েছে। পুরুষ ও মহিলার উভয় আবেদন করতে পারবেন এই পদের জন্য। এয়ার কন্ট্রোল কন্ট্রোলার (জুনিয়র এক্সিকিউটিভ) পদে আবেদন করতে থাকতে হবে নির্দিষ্ট বয়সের যোগ্যতা। আপনার বয়স যদি ২৭ বছরের মধ্যে হয় তাহলে আবেদন করতে পারবেন।