৪১১ শূন্যপদ, মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ

Published : Jan 29, 2025, 09:49 AM IST
vacancy

সংক্ষিপ্ত

বর্ডার রোড অর্গানাইজেশনে ৪১১ টি শূন্যপদে নিয়োগের সুযোগ। কুক, কামার, মেস ওয়েটার, মাল্টি স্কিলড ওয়ার্কার পদে মাধ্যমিক পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্গত বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ হবে। মোট শূন্যপদ ৪১১ জন। অর্থাৎ চাকরির সুযোগ মিলবে বিপুল পরিমাণ প্রার্থীদের।

শূন্যপদ নাম

বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ হবে। শূন্যপদ আছে ৪১১টি।

কুক (গ্রুপ ডি), কামার, মেস ওয়েটার,

মাল্টি স্কিলড ওয়ার্কার বা মেসন পদে হবে নিয়োগ।

শূন্যপদ

মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ। শূন্যপদ ৪১১ টি। কুক নেবে ১৫৩ টি। কামার নেবে ৭৫টি। মেস ওয়েটার ১১টি। মেসন ১৭২ টি।

বয়সের সীমা

মাধ্যমিক পাশ করলেই মিলবে চাকরির সুযোগ। বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রতিটি পদের জন্য আবেদনে ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। এছাড়াও উল্লিখিত পদগুলোতে পুরুষ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে মহিলা চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন না।

মাসিক বেতন

মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ মিলবে শীঘ্রই। বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ। প্রতি মাসে কর্মীরা পাবেন ১৮ হাজার থেকে ৫৬,৯০০ টাকা। এর পাশাপাশি সরকারি নিয়ম মেনে মিলবে একাধিক সুযোগ সুবিধা। মাসিক বেতন সম্পর্কিত সমস্ত তথ্য বিস্তারিত জানতে পারবেন প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি থেকে। সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিন।

নিয়োগ পদ্ধতি

বর্ডার রোড অর্গানাইজেশনে নিয়োগ হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তেমনই শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে। তাই দেরি না করে আবেদন করুন। এই সকল পদে নিয়োগ হবে শীঘ্রই।

আবেদন পদ্ধতি

র্ডার রোড অর্গানাইজেশনে অনলাইনে আবেদন করতে পারেন। www.marvels.bro.gov.in-র অফিসিয়াল ওয়েব সাইটে যান। সেখানে মিলবে বিজ্ঞপ্তি। সেখান থেকেই আবেদন করতে পারবেন। আবেদন মূল্য ৫০ টাকা। এই আবেদন প্রক্রিয়া চলবে ২৪ ফেব্রুয়ারি ২০২৫ সাল পর্যন্ত। তাই দেরি না করে আবেদন করুন এই পদের জন্য। 

 

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে