কেন্দ্রীয় বিদ্যালয়ে সন্তানকে ভর্তি করতে চান? কোন যোগ্যতায় ভর্তি হতে পারবে? খুঁটিনাটি জানুন

কেভিএস-এ ২০২৫-২৬ সেশনে ভর্তি সারাদেশে প্রায় ১২৫৩টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে যা বিভিন্ন রাজ্যে অবস্থিত। যা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। প্রধানত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষার দিকে মনোনিবেশ করে এই বিদ্যালয়।

কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন অর্থাৎ KVS হল দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে অন্যতম।যেখানে বেশিরভাগ অভিভাবক তাদের সন্তানকে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি করাতে আগ্রহী। ২০২৫-২৬ সেশনের জন্য একনজরে দেখে নেওয়া যাক কেভিএস- ভর্তি হওয়ার যোগ্যতা ফি এবং সমস্ত খুঁটিনাটি। কেভিএস-এ ২০২৫-২৬ সেশনে ভর্তি সারাদেশে প্রায় ১২৫৩টি কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে যা বিভিন্ন রাজ্যে অবস্থিত। যা কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। প্রধানত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সন্তানদের শিক্ষার দিকে মনোনিবেশ করে এই বিদ্যালয়। তবে সাধারণ নাগরিকরাও রাজ্যভিত্তিক সংরক্ষণের মানদন্ড অনুযায়ী এই স্কুলে ভর্তি করাতে পারেন তাদের সন্তানদের । সাধারণত এপ্রিল মাসে প্রথম থেকে একাদশ শ্রেণীতে কেভিএস-এ ভর্তির জন্য অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। কেভিএস-এ ভর্তির যোগ্যতা কেভিএস-এ ভর্তির যোগ্যতার মানদন্ড কেভিএস অফিসিয়াল ওয়েবসাইট kvsangathan.nic.in এ প্রকাশিত হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ২০২৫ সালে কেভিএস-এ প্রথম শ্রেণীর ভর্তির জন্য আবেদনকারীর ন্যূনতম বয়স ছয় বছরের কম হতে হবে।

কেভিএস-এ ২০২৫-২৬ সেশনে ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র জন্মের শংসাপত্র বসবাসের প্রমাণ বিভাগের শংসাপত্র (যদি প্রয়োজন হয়) পরিষেবার শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি কীভাবে কেভিএস-এ ২০২৫-২৬ সেশনে ভর্তির ফর্ম পূরণ করতে হবে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন শিক্ষার্থীদের অনলাইন মোডের মাধ্যমে ক্লাস ওয়ানে ভর্তির জন্য আমন্ত্রণ জানায়। এক্ষেত্রে কেভিএসের অফিসিয়াল ওয়েবসাইটে নথিসহ সমস্ত বিবরণ জমা দিতে হবে ২০২৫-২৬ সেশনে ভর্তির ফি কেন্দ্রীয় বিদ্যালয়ের ফি কাঠামোর মধ্যে রয়েছে নামমাত্র ভর্তি ফি ২৫ টাকা এবং পুনরায় ভর্তি ফি ১০০ টাকা। টিউশনের জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট-এর জন্য কোন ফি নেই। ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থীদের জন্য মাসিক টিউশন ফি হল ২০০ টাকা। ক্লাস ইলেভেন ও টুয়েলভ এর জন্য এটি পরিবর্তিত হয়।

Latest Videos

কেভিএস ভর্তি পরীক্ষা যেভাবে পরিচালনা করে প্রথম অগ্রাধিকার প্রথম অগ্রাধিকার দেওয়া হয় সেই শিশুদের যাদের বাবা-মা কেন্দ্রীয় সরকার, সামরিক বাহিনী বা এই ধরনের পেশায় নিযুক্ত আছেন এবং যাদের ঘন ঘন বাসস্থান স্থান বদলের প্রয়োজন হয় লটারির ব্যবস্থা এতে প্রত্যেকের সমান সুযোগ রয়েছে।এর নিশ্চয়তা দিতে আরটিই আইনের অধীনে সংরক্ষিত আসন গুলির জন্য একটি লটারি পরিচালিত হয়। নথি পরীক্ষা সন্তানের নির্বাচন প্রক্রিয়া যাচাই করার জন্য সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সংশ্লিষ্ট স্কুলে যেতে হবে । [12:35 pm, 28/01/2025] +91 93332 10955: 

Share this article
click me!

Latest Videos

'আমরা কাগজ ছিঁড়েছি, মমতা নিজে বিধানসভায় ভাঙচুর করেছিল' ঝড় তুললেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP
Malda News Today: দ্বিতীয় বিয়ের বিরোধিতা করায় ছেলের সঙ্গে এইরকম করলো বাবা! চাঞ্চল্য গোটা এলাকায়
Suvendu Adhikari : "এখানে মুসলিম লীগ ২ সরকার চলছে", মমতার সরকারকে ধুয়ে দিলেন শুভেন্দু অধিকারী
বিজেপি করার অপরাধে ব্যাপক মারধর ক্যানিংয়ে, অভিযোগের তীর শওকত মোল্লার বাহিনীর বিরুদ্ধে | Canning News
Nadia Latest News Today: ১ লাখ টাকা না আনতেই এইরকম পরিণতি! তারপর যা হলো দেখলে শিউরে উঠবেন