ফের কেন্দ্র-রাজ্য সংঘাত, নেতাজির জন্মদিনের দিন পরীক্ষার ডেট, জানুয়ারিতে হবে জয়েন্ট এন্ট্রান্স

Published : Jan 15, 2026, 07:58 AM ISTUpdated : Jan 15, 2026, 09:13 AM IST
Haryana Board Class 12 Exam 2025

সংক্ষিপ্ত

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ২৩শে জানুয়ারি জয়েন্ট এন্ট্রান্স (মেইনস) পরীক্ষার দিন ঘোষণা করেছে। এই দিনটি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং সরস্বতী পুজোর সঙ্গে মিলে যাওয়ায় একটি নতুন কেন্দ্র-রাজ্য সংঘাতের সৃষ্টি হয়েছে। 

২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর সেইদিনই এবছর পালিত হবে সরস্বতী পুজো। এই খুশির আমেজে এবার ভাটা পড়তে চলেছে। কারণ সেদিন হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। সদ্য ঘোষণা হল ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফ থেকে জয়েন্ট এ্ন্ট্রান্সের মেইনস-ক পরীক্ষার দিন।

স্বাধীনতার ৭৮ বছর পরেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে একটি ছুটি ঘোষণা করতে পারেনি কেন্দ্র। অথচভোট এলেই প্রাসঙ্গিক হয়ে ওঠে নেতাজির অন্তর্ধান রহস্য। এমনই অভিযোগ উঠে আসছে বছরের পর পর। আর এবার এই বিশেষ দিনেই জয়েন্ট এন্ট্রান্স (জেইই মেন) পরীক্ষার দিন ঘোষণা করল। এতে তৈরি হয়েছে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত।

গত বছর নভেম্বরে প্রাথমিক ভাবে জেইই মেন পরীক্ষার দিন ঘোষণা করেছিল এনটিএ। কিন্তু ৯ জানুয়ারি ফের পরীক্ষার পরিবর্তিত সূচি প্রকাশ করেন কর্তৃপক্ষ। পরীক্ষায় এগজানিমনেশন সিটি স্লিপ-ও প্রকাশ করা হয়। ২৩ জানুয়ারি পরীক্ষার দিন। শুধু নেতাজির জন্মদিন নয়। এবার সেই দিন পড়েছে সরস্বতী পুজো। এবার এই দিনেই জয়েন্টের পরীক্ষা। অথচ এই দিন এই রাজ্যে ছুটি।

এনটিএ প্রকাশিত নয়া সূচিতে, ২১ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত পরীক্ষার আয়োজন করা হয়েছে। জেইই মেন-র প্রথম পত্রের বিই এবং বিটেক-র পরীক্ষা হবে ২১,২১,২৩,২৪ এবং ২৮ জানুয়ারি। দ্বিতীয় পর্বের পরীক্ষায় দিনক্ষণ অপরিবর্তিতই থাকবে। অর্থাৎ ২ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চলবে পরীক্ষা।

এদিকে কেন সরস্বতী পুজোর দিন পরীক্ষা ফেলা হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। প্রশ্ন তুলেই ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে নিশানা করেছেন বঙ্গের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষকরা। নেতাজি সুভাষ চন্দ্রের জন্মদিন এবং সরস্বতী পুজোর সময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে জন্ম নিয়েছে কেন্দ্র -রাজ্য সংঘাত। এখন দেখার শেষ পর্যন্ত এই দিন পরিবর্তন হয় কি না।  

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

উচ্চ মাধ্যমিক পাশ করলেই চাকরির সুযোগ, রাজ্য পুলিশে চলছে নিয়োগ, শূন্যপদ ৯৫০টি
শুরুতেই বেতন ৫৬ হাজার টাকা, নিয়োগ হবে ভারতীয় সেনায়, রইল বিস্তারিত