
চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে রাজ্য পুলিশে। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। উচ্চ মাধ্যমিক পাশ করলেই করতে পারবেন আবেদন। দেরি না করে আবেদন করুন আজই। ২৯ জানুয়ারি আবেদনের শেষ দিন। জেনে নিন বিস্তারিত।
শূন্যপদ
গুজরাট পুলিশ নিয়োগ বোর্ডের তরফ থেকে হবে নিয়োগ। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যেমনটা জানানো হয়েছে যে পুলিশ সাব-ইন্সপেক্টর (মোটর পরিবাহন), হেড কনস্টেবল ড্রাইভার মেকানিক, পুলিশ সাব ইন্সপেক্টর (ওয়্যারলেস) এবং টেকনিক্যাল অপারেটর পদে হবে নিয়োগ। শূন্যপদ মোট ৯৫০টি।
যোগ্যতা
গুজরাট পুলিশ মোট ৯৫০টি পদে হবে নিয়োগ। একাধিক পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে হলে নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। এক্ষেত্রে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাব ইন্সপেক্টর মোটর পরিবহন পদে আবেদন করতে হলে অটোমোবাইল বা মেকানিক্যাল বিভাগে ইঞ্জিনিয়ারিং করতে হবে। টেকনিক্যাল অপারেটর এবং ওয়্যারলেস পদে আবেদন করতে হলে ইলেকট্রনিক, আইটি, কম্পিউটার সাইন্সে বিটেক করতে হবে। হেড কনস্টেবল ড্রাইভার মেকানিক পদে আবেদন করতে প্রার্থীদের মোটর মেকানিক, ডিজেল মেকানিক বা ইলেক্ট্রিশিয়ানে আইটিআই থাকতে হবে। সঙ্গে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে।
বয়সের সীমা
একাধিক পদে হবে নিয়োগ। এই সকল পদে আবেদন করতে হলে নির্দিষ্ট বয়সের সীমা থাকতে হবে। সাব ইন্সপেক্টর এবং টেকনিক্যাল অপারেট পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর চাওয়া হয়েছে আর অন্যান্য পদের জন্য ৩৩ বছর চাওয়া হয়েছে।
বেতন
এই পদগুলোতে আবেদন করতে হলে প্রতি মাসে ৪০,৮০০ টাকা থেকে ৪৯,৬০০ টাকা বেতন দেওয়া হবে। সঙ্গে মিলবে ভাতা।
আবেদন পদ্ধতি
এই সকল পদে আবেদন করতে পারবেন অনলাইনে। গুজরাট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সেখানে গিয়ে করতে পারবেন আবেদন। অনলাইনে আপনার ব্যক্তিগত সকল তথ্য পূরণ করে তা সাবমিট করুন। অনলাইনে জমা দিতে হবে আবেদন মূল্য।