সৈনিক স্কুলে শুরু হয়েছে ২০২৫ এর প্রবেশিকা পরীক্ষার জন্য আবেদন পক্রিয়া! লিঙ্ক-সহ রইল বিস্তারিত তথ্য

Published : Dec 29, 2024, 09:55 AM IST
sainik school

সংক্ষিপ্ত

২০২৫ সালে সৈনিক স্কুলে ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহীরা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। পরীক্ষার তারিখ পরে জানানো হবে।

সৈনিক স্কুলে শুরু হয়েছে প্রবেশিকা পরীক্ষা। ২০২৫ সালের জন্য যারা এই স্কুলে ভর্তি হতে চান জানিয়ে রাখা হচ্ছে যে ক্লাস ষষ্ঠ ও নবম শ্রেণীতে ভর্তির জন্য আবেদন পক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রবেশিকা পরীক্ষাপ জন্য আবেদন করতে হলে AISSEE-এর অফিশিয়াল সাইট aissee2025.ntaonline.in -এতে গিয়ে আবেদন করতে পারবেন।

যারা এই সৈনিক স্কুলে সন্তান-কে ভর্তি করাতে ইচ্ছুক সেই সব অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, এই আবেদন পক্রিয়া ২৪ ডিসেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে ১৪ জানুয়ারি ২০২৫ আবেদন জানানোর শেষ দিন। এই আগেই অনলাইনে দ্রুত আবেদন করুন। পরীোক্ষার দিন এখনও জানানো হয়নি স্থির হলে তা মেইল বা মোবাইল নম্বরে জানিয়ে দেওয়া হবে।

দেশের মোট ১৯০ টি শহরে সৈনিক স্কুলেই এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। ষষ্ঠ শ্রেণীর জন্য শিক্ষার্থীর বয়স ১০ থেকে ১২ বছর হতে হবে এবং নবম শ্রেণীর জন্য শিক্ষার্থীর বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। অতিরিক্ত তথ্য বিশদে জানতে স্কুলের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।

PREV
click me!

Recommended Stories

WBSSC Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি-তে অষ্টম পাশেও করবে নিয়োগ, আজই আবেদন করুন
জেলা স্বাস্থ্য দফতরে কমিউনিটি হেলথ অফিসার পদে নিয়োগ, কারা করতে পারবেন আবেদন? জানুন এক ক্লিকে