কেন্দ্রীয় সংস্থায় কর্মী নিয়োগ, নেওয়া হবে ইঞ্জিনিয়র, দেখে নিন কোন কোন পদে হবে নিয়োগ

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রিক্যালস লিমিটেডে ৪৮টি ইঞ্জিনিয়ার পদে শিক্ষানবিশ নিয়োগের সুযোগ। মেকানিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স এবং ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক/ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন।

বছর শেষে চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার চাকরির সুযোগ এল কেন্দ্রীয় সংস্থায়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রি্যালস লিমিটেডে রয়েছে এই সুযোগ। সদ্য প্রকাশ্যে এল বিজ্ঞপ্তি। নেওয়া হবে ৪৮টি জন ইঞ্জিনিয়র। ইঞ্জিনিয়র নেওয়া হবে শিক্ষানবিশ হিসেবে।

যোগ্যতা

Latest Videos

নিয়োগ হবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে। নেওয়া হবে ইঞ্জিনিয়র। ৪৮ টি শূন্য পদে আবেদন করতে পারবেন। আপনার যদি উক্ত যোগ্যতা থাকে তাহলে আবেদন করুন। ২০২২ কিংবা তার পরবর্তী শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং শাখার মেকানিক্যাল, প্রেডকশন, ইলেস্ট্রনিক্স, মর্ডান অফিসার প্র্যাকটিস ম্যানেজমেন্ট- বিষয় স্নাতক বা ডিগ্লোমা থাকলে আবেদন করতে পারেন। শিক্ষানবিশ হিসেবে প্রশিক্ষণ দেওয়া হবে।

বয়সের সীমা

ইঞ্জিনিয়ারিং শাখার মেকানিক্যাল, প্রেডকশন, ইলেস্ট্রনিক্স, মর্ডান অফিসার প্র্যাকটিস ম্যানেজমেন্ট পদে আবেদনের জন্য অবশ্যই আছে নির্দিষ্ট বয়সের সীমা। পদের নিরিখে ১৮ থেকে ৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

পারিশ্রমিক

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে হবে কর্মী নিয়োগ। এই সকল পদে যারা নির্বাচিত হবেন তাদের মাসে ৮ থেকে ৯ হাজার করে টাকা দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে ৪৮টি জন ইঞ্জিনিয়র নেওয়া হবে শিক্ষানবিশ হিসেবে।

আবেদন পদ্ধতি

কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত হেভি ইলেক্ট্রিক্যাল লিমিটেডে কাজের জন্য আবেদন করতে পারেন অনলাইনে। কিংবা ডাকযোগে পাঠাতে পারেন চিঠি। আপনার জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রামণপত্র পাঠাতে হবে। তাই দেরি না করে আবেদন করতে পারেন।

 

Share this article
click me!

Latest Videos

'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় বাবলা সরকার খুনে বড় মাথা কে? দেখুন | Malda News | TMC
টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য Baruipur-এ
PM Modi Live : প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন উদ্বোধনে প্রধানমন্ত্রী মোদী | Asianet News Bangla
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে | Shantipur | Nadia