একাধিক পদে নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, শুরুতেই বেতন প্রায় ৬৫ হাজার, কারা আবেদনযোগ্য?

Published : Nov 30, 2025, 09:55 AM IST
Bank Of India

সংক্ষিপ্ত

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১১৫টি স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে, যেখানে বেতন প্রায় ৬৫ হাজার টাকা। 

চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, তারা এবার পাবেন কাজের সুযোগ। শীঘ্রই নিয়োগ হবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-তে। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার পদে। এই মর্মে প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। এখানে প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চাকরি পেলে বেতন মিলবে প্রায় ৬৫ হাজার। জেনে নিন বিস্তারিত। কারা করবেন আবেদন।

শূন্যপদ

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিয়োগ হবে চিফ ম্যানেজার, সিনিয়ন ম্যানেজার এবং ম্যানেজার পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ রয়েছে ১১৫টি। যার মধ্যে SCALE IV পদের জন্য ১৫টি, SCALE III পদের জন্য ৫৪টি এবং SCALE II পদের জন্য শূন্যপদ ৪৬টি। এই সকল পদে হবে নিয়োগ। শীঘ্রই মিলবে চাকরির সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি দরকার। এর পাশাপাশি তথ্য প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স বা বিটেক অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। ব্যাঙ্কে চাকরিতে আগ্রহী হলে দেরি না করে আবেদন করুন। মোট শূন্যপদ রয়েছে ১১৫টি। এই সকল পদে নিয়োগ হবে।

বয়সের সীমা

আবেদন করার জন্য নূন্যতম ২২ বছর এবং সর্বোতেত ৪৫ বছর বয়স চাওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য থাকছে বিশেষ ছাড়। 

আবেদন পদ্ধতি

সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। অনলাইনে আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করা সম্ভব। তারপর হবে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে মিলবে কাজের সুযোগ। এবার । নিয়োগ হবে চিফ ম্যানেজার, সিনিয়ন ম্যানেজার এবং ম্যানেজার পদে হবে নিয়োগ। মোট শূন্যপদ রয়েছে ১১৫টি। এবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে নিয়োগ হবে স্পেশালিস্ট অফিসার পদে। 

বেতন কাঠামো

MMGS-II পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬৪,৮২০ টাকা থেকে ৯৩,৯৬০ টাকা, MMGS- III পদের ক্ষেত্রে প্রতি মাসে ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা এবং SMGS- IV পদের ক্ষেত্রে প্রতি মাসে ১,০২,৩০০ টাকা থেকে ১,২০,৯৪০ টাকা বেতন দেওয়া হবে।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক