রেল মন্ত্রক অধীনস্থ সংস্থায় নিয়োগ, দেখে নিন কারা আবেদন যোগ্য, কীভাবে করবেন আবেদন?

Published : Nov 28, 2025, 09:57 AM IST
Job vacancy

সংক্ষিপ্ত

রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড ৪০০টি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করছে। আগ্রহী প্রার্থীরা ২৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে পারেন, যেখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হবে।

বছর শেষে দারুণ খবর। চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর। এবার নিয়োগ হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। এই মর্মে বুধবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সংস্থার ওয়েবসাইটে। জানানো হয়েছে, চুক্তির ভিত্তিতে কর্মীরা কাজের সুযোগ পাবেন। দেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম- সমস্ত অঞ্চলেই পোস্টিং দেওয়া হবে নিযুক্তদের। জেনে নিন বিস্তারিত। জেনে নিন কোন কোন পদে হবে নিয়োগ।

শূন্যপদ

এবার নিয়োগ হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। নিয়োগ হবে ৪০০ টি পদে। সংস্থায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে হবে নিয়োগ। সংস্থার সিভিল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, মেকানিক্যাল, মেটালার্জি, কেমিক্যাল, ইনফরমেশন টেকনোলজি, ফুড টেকনোলজি এবং ফার্মাসি বিভাগে নিযুক্তেরা কাজের সুযোগ পাবেন। এই সকল কাজে আগ্রহী হলে আবেদন করতে পারেন।

বেতন

এবার নিয়োগ হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। চুক্তিভিত্তিক এই পদে হবে নিয়োগ। প্রথমে কাজের মেয়াদ থাকবে এক বছর। এরপর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার ভিত্তিতে মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তদের মাসিক বেতন হবে ৪২, ৪৭৮ টাকা। কর্মস্থল হবে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে। শীঘ্রই হবে নিয়োগ। এই কাজে আগ্রহী হলে আজই আবেদন করুন।

বয়সের সীমা

শীঘ্রই নিয়োগ হবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের সংশ্লিষ্ট বিষয় স্নাতকের পাশাপাশি দু-বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। এই কাজে আবেদন করতে পারেন।

আবেদনমূল্য

চাকরিপ্রার্থীদের জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা আবেদনমূল্য ধার্য হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর আবেদন শেষ দিন। এরপর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদে নিয়োগ হবে। আগামী বছরের ১১ জানুয়ারি লিখিত পরীক্ষায় আয়োজন করা হবে। ইন্টারিভিউয়ের দিন এখনও জানানো হয়নি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

DRDO-তে কর্মী নিয়োগ, শূন্যপদ প্রায় ১০০০ টি, শুরুতেই বেতন প্রায় ৩৬ হাজার, জেনে নিন কারা আবেদনযোগ্য
Education News: চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে ডঃ ভি. কে. রাইকে নিয়োগ করল আইআইএম কলকাতা ইনোভেশন পার্ক