
Government Job News: সরকারি চাকরির খুঁজছেন? কিন্তু কিছুতেই মন মতো চাকরি পাচ্ছেন না! তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর। দেশজুড়ে একাাধিক সরকারি পদে চলছে কর্মী নিয়োগ। জানা গিয়েছে, ৫০০ জন কর্মী নিয়োগ করা হবে কেন্দ্রীয়য় সরকার অধিনস্থ সরকারি ব্যাঙ্কে। এই মর্মে বিস্তারিত তথ্য দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাঙ্ক অফ বরোদা।
ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট (পিয়ন) পদে কর্মী নিয়োগ করা হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় সব রাজ্য থেকেই কর্মী নিয়োগ করা হবে এই ব্যাঙ্কে। এই পদে আবেদনের জন্য মোট শূন্যপদ রয়েছে ৫০০। আবেদনকারীদের অবশ্যই ভারত-নেপাল অথবা ভুটানের নাগরিক হতে হবে। তবেই পিয়ন পদে চাকরির জন্য আবেদন করা যাবে।
আবেদনকারীদের যোগ্যতা (Educational Qualification):-
সরকারি ব্যাঙ্কের পিয়ন পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীকে দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সঙ্গে আবেদনকারী যেখানকার বাসিন্দা হবেন সেখানকার স্থানীয় আঞ্চলিক ভাষাও জানতে হবে তাঁকে। এছাড়াও আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে বলে জানা গিয়েছে।
কীভাবে আবেদন করবেন? (How to apply for the post):-
আবেদনকারীকে প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোমপেজে সংশ্লিষ্ট পদে চাকরির জন্য বিজ্ঞপ্তি দেখতে পাবেন। এরপর সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সঙ্গে আবেদন ফি-ও জমা করতে হবে প্রার্থীকে। তবে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মে ২০২৫। এছাড়াও বিস্তারিত তথ্য জানতে আবেদনকারীকে সংশ্লিষ্ট ওয়েব সাইটে নজর রাখতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
অন্যদিকে, ৭ মে প্রকাশ পেয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৫-র (HS Result) ফল। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫ লক্ষ ১০ হাজার। বুধবার দুপুরে ফল প্রকাশ পায়। এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। পাশের হার দাঁড়িয়েছে ৯০.৭৯ শতাংশ। গত বছর যা ছিল ৯০ শতাংশ। এবছর ছেলেদের পাশের পার ৯২.৩ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৮.১২ শতাংশ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেকেই উচ্চ শিক্ষা করতে চান তো অনেকে চান কেরিয়ার শুরু করতে। জেনে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কী চাকরি পেতে পারেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর বিভিন্ন ধরনের চাকরির সুযোগ আছে। বিশেষ করে সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রেই মেলে চাকরি। সরকারি ক্ষেত্রে যেমন গ্রামীণ ডাক সেবক, রেল থেকে শুরু করে রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরি পেতে পারেন। তেমনই বেসরকারি ক্ষেত্রে ডেটা এন্ট্রি থেকে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের চাকরি পেতে পারেন। জেনে নিন বিস্তারিত-
পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ:-
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশ কনস্টেবল এবং আবগারি কনস্টেবলের চাকরি পেতে পারেন। এই পদে নিয়োগের ফর্ম প্রকাশ পেলে তা ফিলআপ করুন। তবে, চাকরি পেতে গেলে বসতে হবে লিখিত পরীক্ষায়।
রাজ্য স্বাস্থ্য দফতর
উচ্চমাধ্যমিক পরীক্ষার পর রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ। লোয়ার ডিভিশন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারেন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।