কলকাতা হাইকোর্টে কর্মী নিয়োগ, দেখে নিন কারা আবেদনযোগ্য, কোন কোন পদে হবে নিয়োগ

প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা বেতন পাবেন। সদ্য প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে শীঘ্রই হবে নিয়োগ।

Sayanita Chakraborty | Published : Dec 25, 2023 4:17 AM IST

শীঘ্রই নিয়োগ হবে কলকাতা হাইকোর্টে। নিযুক্তরা প্রতি মাসে প্রায় ৫০,০০০ টাকা বেতন পাবেন। সদ্য প্রকাশ্যে এসেছে একটি বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে শীঘ্রই হবে নিয়োগ।

শূন্যপদ

Latest Videos

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টের তরফে একাধিক পদে হবে নিয়োগ। আইনে স্নাতকদের অনুবাদক (ট্রান্সলেটর) পদে নেওয়া হবে। মোট শূন্যপদ আছে সাতটি। প্রতি মাসে বেতন প্রায় ৫০,০০০ টাকা।

যোগ্যতা

বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে অনুবাদক (ট্রান্সলেটর) পদে আবেদন করতে। তেমনই দ্রুত কম্পিউটারে টাইপ করার দক্ষতা থাকতে হবে।

বয়স

অনুবাদক (ট্রান্সলেটর) পদে আবেদন করতে প্রার্থীদের বয়স ২৫ বছরের বেশি হতে হবে। বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। তবেই আবেদন করতে পারবেন।

নিয়োগের পদ্ধতি

লিখিত পরীক্ষে ও ইন্টারভিউ-র মাধ্যমে হবে নিয়োগ। তেমনই নিয়োগ করতে নেওয়া হবে কম্পিউটার টেস্ট। জানা গিয়েছে, আদালতের রায় ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করতে হবে। চুক্তিপ ভিত্তিতে তাদের কাজ করতে হবে। প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় পাশ করার পর হবে ইন্টারভিউ। তারপর হবে কম্পিউটারে টেস্ট। এই টেস্টের মাধ্যমে টাইপিং স্পিড দেখা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার নথি, জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি নিয়ে আবেদন করুন। আবেদন করতে হবে কলকাতা হাইকোর্টের জেনারেল অ্যান্ড এসট্যাবলিশমেন্ট সেকশনের অফিসের ড্রপবক্সে। আবেদনপত্র জমা দেওয়ার পাশিপাশি দিতে হবে ৬০০ টাকা। অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ৬০০ টাকা। ৬ জানুয়ারি বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে আবেদন করুন। বিস্তারিত জানতে চাইলে কলকাতা হাইকোর্টের ওয়েব সাইটে দেখে নিন। দেরি না আবেদন করুন।  আপনার এই যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। গুরুত্বপূর্ণ নথি নিয়ে আবেদন করুন। শীঘ্রই নিয়োগ হবে এই পদে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন

Job News: বিমানবন্দরে কয়েকশো কর্মী নিয়োগ, ৪০ বছর বয়স পর্যন্ত আবেদনের সুযোগ

Recruitment: ১৭২৯ শূন্যপদে শিক্ষক নিয়োগ, নিয়োগ করবে মাদ্রাসা সার্ভিস কমিশন 

 

Share this article
click me!

Latest Videos

R G Kar-এর ঘটনার অভিনব প্রতিবাদ সুন্দরবনের মৎস্যজীবীদের, নৌকা থেকেই দোষীদের গ্রেফতারের দাবি
প্রথমবার মুখ খুললেন সন্দীপ ঘোষের বউ, দেখুন কী বললেন সঙ্গীতা ঘোষ | Sandip Ghosh's Wife | R G Kar
'আমার মেয়েকেও ভুগিয়েছে, Sandip Ghosh বলেছিল, একটা চুলও ছিঁড়তে পারবি না' এক মায়ের গর্জন | RG Kar |
মমতার বিধায়ক রাতে ভিডিও কল করে কি নোংরামি করত? সব বলে দিলেন মহিলা! দেখুন | Chinsurah TMC News |
'তিলোত্তমা সঠিক বিচার না পেলে জনগণ বাকিটা বুজে নেবে' বিস্ফোরক Tapas Roy | R G Kar Case