কলকাতা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, দেখে নিন কোন পদে হবে নিয়োগ, রইল বিস্তরিত

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকোনমিক স্টাডিজে দুটি জুনিয়র রিসার্চ ফেলো পদে তিন বছরের জন্য নিয়োগ করা হবে। অর্থনীতি, ভূগোল বা সমাজবিজ্ঞানে এমএ/এমএসসি এবং নেট/সেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন ২০ ডিসেম্বর পর্যন্ত।

ফের সুখবর চাকরীপ্রার্থীদের জন্য। এবার সমাজবিজ্ঞানের পড়ুয়াদের মিলবে চাকরির সুযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে হবে নিয়োগ। সদ্য প্রকাশ্যে এসেছে বিজ্ঞপ্তি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকোনমিক স্টাডিজে প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পটিতে আর্বন ইকোনমিক্স বা নগর অর্থনীতি নিয়ে কাজ করা হবে। এই প্রকল্পে কর্মী নিয়োগ হবে।

শূন্যপদ

Latest Videos

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকোনমিক স্টাডিজে প্রকল্পের জন্য জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। শূন্যপদ আছে দুটি। প্রাথমিক ভাবে নিযুক্তদের কাজের মেয়াদ তিন বছর। এরপর শর্তসাপেক্ষে এই মেয়াদ বৃদ্ধি পাবে। আরও দু বছর কাজের মেয়াদ বৃদ্ধি পেতে পারেন। এই সময় রাজ্য সরকারের নির্ধারিত নিয়ম মেনেই নিযুক্তদের ফেলোশিপ দেওয়া হবে।

যোগ্যতা

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকোনমিক স্টাডিজে প্রকল্পের কাজ করতে নির্দিষ্ট যোগ্যতা থাকা প্রয়োজন। কোনও বয়ঃসীমা নির্ধারিত হয়নি। তবে, আবেদনকারীকে অর্থনীতি বা ভূগোল বা সমাজবিজ্ঞানের অন্য কোনও বিষয়ে এমএ বা এমএসসি থাকতে হবে। পাশাপাশি উত্তীর্ণ হতে হবে নেট বা সেট-র মতো যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা।

আবেদন পদ্ধতি

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর আর্বান ইকোনমিক স্টাডিজে প্রকল্পের আবেদন করতে হলে আবেদনপত্র সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানা পাঠাতে হবে। আবেদনের শেষ তারিখল ২০ ডিসেম্বর। এই বিষয় বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জেনে নিতে পারবেন।

তাই দেরি না করে আবেদন করুন কলকাতা বিশ্ববিদ্যালয়ের চাকরির জন্য। সবার আগে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন। সেখানে বিস্তারিত জানতে পারবেন। সেই অনুসারে, আবেদন করতে পারবেন। 

Share this article
click me!

Latest Videos

‘আমাদের ভাইরা মারা যাচ্ছে আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী চুপ!’ Mamata-কে ঝাঁঝরা করে দিলেন Samik
স্বামি-স্ত্রীর তুলুম ঝগড়ার এইরকম পরিণতি! ব্যান্ডেলে উত্তেজনা তুঙ্গে | Hooghly News Today
Mamata Banerjee Live: নৈহাটির বড়মা'র দরবারে মমতা, দেখুন সরাসরি
প্রবল চাপে Bangladesh! নিঃশর্ত মুক্তির দাবিতে Ranaghat-এ সনাতনীদের প্রতিবাদ মিছিল | Nadia News Today
নিজের দলের শোকজ খেয়ে 'হোঁচট' খেলেন হুমায়ুন #shorts #tmc